ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রবাসীদের ভোটাধিকার সহজ করতে ইসির কাছে বিএনপির প্রস্তাব

২০২৫ নভেম্বর ২৫ ২২:১০:২৩

প্রবাসীদের ভোটাধিকার সহজ করতে ইসির কাছে বিএনপির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ সহজ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ প্রস্তাব দেয়।

বিএনপির প্রস্তাব দুটি হলো—‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে চলমান ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ানো এবং প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে বাংলাদেশি পাসপোর্টকেই ভোটারের পরিচয়পত্র হিসেবে গণ্য করা।

সাক্ষাৎ শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, যেসব দেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছেন এবং যারা কর্মস্থল থেকে দূরবর্তী স্থানে বসবাস করেন, তাদের জন্য নির্ধারিত সংক্ষিপ্ত সময়ে নিবন্ধন করা কঠিন। তাই সর্বোচ্চ সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধনের সময় বাড়ানো প্রয়োজন। এছাড়া অনেক প্রবাসীর এনআইডি না থাকায় পাসপোর্টকেই পরিচয়পত্র হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে নির্বাচন কমিশন বিএনপিকে আশ্বস্ত করেছে যে, নির্ধারিত সিডিউল শেষে যারা নিবন্ধনে বাদ পড়বেন, তাদের জন্য অতিরিক্ত সময় বা সুযোগ রাখার ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলভেদে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম চলছে।

বিএনপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত