ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
এমরান সালেহ প্রিন্স
'নারী শিক্ষা ও ক্ষমতায়নে বিএনপি সবসময় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি একটি নারীবান্ধব রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া নারীদের চার দেওয়ালের বন্দিদশা থেকে মুক্ত করে জাতীয় উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করেছিলেন। তাদের পথ অনুসরণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নারী জাগরণ ও উন্নয়নে এক বিশাল মাস্টারপ্ল্যান তৈরি করছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘মহিলা দলই হলো বিএনপির প্রচারের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মাধ্যম। মহিলা দলের নেতাকর্মীরা যখন বাড়ি বাড়ি যান, তারা কেবল লিফলেট বিতরণ করেন না; বরং তারা মানুষের মনে আশা জাগান, সাহস দেন এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দেন। তারা সাধারণ মানুষের সমস্যা ও চাহিদার কথা শুনে দলকে অবহিত করেন।’
অতীতের মতো আগামীতেও নারীরা ধানের শীষের পক্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রিন্স বলেন, নারী শিক্ষা ও ক্ষমতায়নে বিএনপি সবসময় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
উপজেলা মহিলা দলের সভাপতি হোসনে আরা নিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা শারমিনা খাতুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সহধর্মিণী সৈয়দা আফরোজা এমরান পাপিয়া। এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: কবে, কোথায়, কখন-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)