ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

জনগণের শক্তি অটুট, জামায়াত-বিএনপির সুযোগ নেই: পাটওয়ারী

২০২৫ নভেম্বর ২৫ ১৫:২৫:১০

জনগণের শক্তি অটুট, জামায়াত-বিএনপির সুযোগ নেই: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মনোনয়নপ্রক্রিয়ায় আর গুলশান বা মগবাজারে হাজিরা দিয়ে মনোনয়ন নিশ্চিত করা হবে না।

তিনি জানান, এনসিপি তাদের মনোনয়নপ্রত্যাশীদের জনগণের কাতারে হাজিরা দিতে উৎসাহিত করছে। পাশাপাশি চাষি, কৃষকের সন্তান এবং রিকশাচালককেও মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘শাপলা কলি’কে বিজয়ী করতে জনগণ অপেক্ষা করছেন এবং দেশকে জামায়াত বা বিএনপির হাতে দেয়ার সুযোগ নেই। সব প্রার্থীকে সমান গুরুত্ব দিয়ে এগোতে হবে।

সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সমাপনী দিনে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং জামায়াতের মোটর শোডাউন বন্ধের ঘোষণাকে স্বাগত জানান।

এছাড়া ভূমিকম্পে সরকারের তৎপরতার প্রশংসা করে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে।’ তিনি কুমিল্লার দেবীদ্বারে বিএনপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর বংশ পরিচয় নিয়ে উত্থাপিত প্রশ্নের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমাদের বংশ পরিচয় কারও কাছে মাথানত করিনি।’

এছাড়া তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশন একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান শক্তিশালী। আমরা বিএনপি বা জামায়াতকে ভয় পাই না, জনগণের শক্তির ওপর ভর করে এগোতে চাই।’

তিনি আরও উল্লেখ করেন, ২৪ সালের গণহত্যার বিচার হলে একাত্তরের গণহত্যারও বিচার হবে। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আগামী কয়েক দিনের মধ্যে জনগণের অ্যালায়েন্স গঠিত হবে, যেখানে এনসিপির বাইরেও আরও কয়েকটি দল অংশ নেবে।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত