ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্র স্বাগত জানালো শ্রম আইন সংশোধন-২০২৫কে

২০২৫ নভেম্বর ২৪ ১৭:৩৮:৫১

যুক্তরাষ্ট্র স্বাগত জানালো শ্রম আইন সংশোধন-২০২৫কে

নিজস্ব প্রতিবেদক :মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫কে স্বাগত জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক শ্রম মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে মূল্যায়ন করেছে। ঢাকার মার্কিন দূতাবাস সোমবার এক বার্তায় জানায়, এই সংশোধন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শ্রমিক এবং ব্যবসায়িক ক্ষেত্রের জন্য সমান সুযোগ নিশ্চিত করার যাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।

বার্তায় আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। মার্কিন দূতাবাস আশা প্রকাশ করেছে, আগামী নির্বাচিত সংসদ দ্রুত এই অধ্যাদেশকে আইনে রূপান্তর করবে এবং আইন কার্যকর হলে এটি বাংলাদেশের শ্রমিক সমাজের অধিকার রক্ষা ও আন্তর্জাতিক মান অনুসরণের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে।

সংস্থাটি জানিয়েছে, সংশোধিত শ্রম আইন শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা, বেতন ও কর্মপরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া, আন্তর্জাতিক ব্যবসায়ীরাও এই আইনকে স্বাগত জানাবে, কারণ এটি দেশটিতে বিনিয়োগের পরিবেশকে আরও স্বচ্ছ ও টেকসই করে তুলবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত