ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
যে কারণে সাদিক কায়েমকে কড়া সতর্কবার্তা!
সরকার ফারাবী: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সাম্প্রতিক মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে ১০০১ শিক্ষকের বিবৃতির পর সাদিক কায়েম যে প্রতিক্রিয়া জানান, সেটিকে ভিত্তি করে তিনি সমালোচনা করেন।
এক ভিডিওবার্তায় মাসুদ কামাল বলেন, “সাদিক কায়েম হঠাৎ করে বিপ্লবী সাজার চেষ্টা করছেন। দুই-একটা ভোট পেয়ে যেন মাথা ঘুরে গেছে। অনেককে দেখেছি ভোট পেয়ে পথ হারাতে। নিজেকে সংযত রাখতে শিখুন। আপনার সম্পর্কে যে ভালো ধারণা ছিল, তা ধরে রাখার চেষ্টা করুন।”
তিনি আরও উল্লেখ করেন, “বিনয় দেখানোর ভান বেশিদিন টেকে না। আসল চরিত্র একসময় প্রকাশ পায়ই। যদি নিজের আচরণ না বদলান, তবে যে চেহারা বের হয়ে আসছে, তা লুকিয়ে রাখা সম্ভব হবে না।”
বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিরুদ্ধে সাদিক কায়েমের মন্তব্য নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক মাসুদ কামাল বলেন, “আপনি বলছেন কিছু শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে থাকতে দেওয়া হবে না তারা নাকি বের করে দিতে হবে। আপনি কে? ডাকসুর মেয়াদ শেষ হলে আপনি সাধারণ শিক্ষার্থীর মতোই একজন সাধারণ মানুষ। আপনাকে এমন ক্ষমতা কে দিয়েছে?”
তিনি আরও বলেন, “শুধু ভিন্নমত বা রাজনৈতিক অবস্থানের কারণে কাউকে বহিষ্কার করার হুমকি এটা কেমন মনোভাব? আপনি বলছেন 'ফ্যাসিবাদের পক্ষে স্বাক্ষর করেছে বলে শিক্ষককে তাড়াবেন'? আপনার সাধারণ সম্পাদকও তো ছাত্রলীগ কমিটিতে ছিল। তাহলে?”
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। এই রায়ের প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষক একযোগে বিবৃতি দেন।
এর পরপরই সাদিক কায়েম কঠোর অবস্থান নিয়ে বলেন, “প্রগতিশীল শিক্ষক যারা ‘খুনি হাসিনার পক্ষে’ স্বাক্ষর করেছেন, তাদের বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। তাদের নির্মূল করতে হবে। শিক্ষার্থীরা তাদের ক্লাস বয়কট করবে, প্রশাসনের কাছেও চাকরিচ্যুতির দাবি জানানো হবে।”
এই মন্তব্য ঘিরে সামাজিকমাধ্যম ও শিক্ষাঙ্গনে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতেই সাংবাদিক মাসুদ কামালের তীব্র প্রতিক্রিয়া আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে: প্রতিপক্ষ কারা-জানুন বিস্তারিত