ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

আন্দোলনের পর ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ পিএসসির

২০২৫ নভেম্বর ২৩ ২৩:৩৪:২৩

আন্দোলনের পর ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ পিএসসির

সরকার ফারাবী: দেশব্যাপী অবরোধ, আন্দোলন ও রেলপথ অবরোধের মতো পরিস্থিতির মধ্যেও সিদ্ধান্ত বদলাচ্ছে না সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে।

রবিবার (২৩ নভেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি তাদের অবস্থান স্পষ্ট করে।

পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, তবুও সময় অপরিবর্তিত

গত কয়েক সপ্তাহ ধরে পরীক্ষার সময় পিছিয়ে “যৌক্তিক তারিখে” নেওয়ার দাবিতে আন্দোলন করছেন একদল চাকরিপ্রার্থী। রোববার ও শনিবার রাজশাহী ও ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে টানা ৬–৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীরা সতর্ক করেছেন পরীক্ষা না পেছালে তাঁরা অনশন শুরু করবেন।

পিএসসি জানায়, পরীক্ষা স্থগিতের দাবিতে সংশ্লিষ্টরা ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আবেদন করছেন, সামাজিক মাধ্যমে প্রচারণাও চালাচ্ছেন। কেউ কেউ সংগঠিতভাবে অনশন পালন করছেন এবং কমিশন কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও হয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধি দল পিএসসির সঙ্গে একাধিকবার বৈঠক করেছে বলেও জানায় কমিশন।

‘দুই মাস সময় দেওয়া হয়নি’ পিএসসির ব্যাখ্যা

বিজ্ঞপ্তিতে পিএসসি উল্লেখ করে, ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশিত হয় ২০২৪ সালের নভেম্বরে, এবং আবেদন গ্রহণ চলে ডিসেম্বর–জানুয়ারি পর্যন্ত। গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ভিত্তিতে ১০ হাজার ৬৪৪ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন।

লিখিত পরীক্ষার তারিখ ২৭ নভেম্বর এ তথ্য কমিশন গত ৩ জুন নোটিশের মাধ্যমে জানিয়েছে। তাই লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সময় কম দেওয়া হয়েছে এই দাবি অমূলক বলে মন্তব্য করে পিএসসি।

তারা আরও জানায়, বিসিএসের প্রস্তুতি কয়েক মাসের বিষয় নয় এটি দীর্ঘমেয়াদি পড়াশোনার অংশ। আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি রাখা উচিত। পিএসসি মন্তব্য করে, “পরীক্ষা প্রদানে গড়িমসি বা অনীহা একজন যথার্থ সরকারি চাকরি–প্রার্থীর শৃঙ্খলাবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

রোডম্যাপ ভেঙে যাওয়ার আশঙ্কা

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্যাডার ও নন–ক্যাডার পরীক্ষার জট দূর করা তাদের অগ্রাধিকার ছিল। দ্রুত পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের জন্য চলতি বছরের মে–জুনে একটি রোডম্যাপ তৈরি করা হয়। ইতোমধ্যে দুটি বিশেষ বিসিএসসহ বহু নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পিএসসি বলছে, এখন যদি কোনো পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়, রোডম্যাপ অনুসরণ করা সম্ভব হবে না, যা পুরো পরিকল্পনাকে ব্যাহত করবে। এই কারণেই তারা পরীক্ষা পেছানোর পক্ষে নয়।

পরীক্ষার্থীদের প্রতি আহ্বান

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের উদ্দেশে পিএসসি আহ্বান জানায়, তারা যেন ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৭ নভেম্বর থেকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এরই মধ্যে পিএসসি ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) এবং শেষ হবে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)।

দেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয়ের পরীক্ষা শুধু ঢাকায় নেওয়া হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত