ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক সিরামিক এক্সপো
নিজস্ব প্রতিবেদক: দেশে সিরামিক খাতের সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধির উদ্দেশ্যে চার দিনব্যাপী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ’ আয়োজন করা হয়েছে। এই মেলা আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে।
রবিবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) প্রেসিডেন্ট মইনুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি ও মেলা কমিটির চেয়ারম্যান ইরফান উদ্দীন মেলার বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড অংশগ্রহণ করবে। উপস্থিত থাকবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা প্রতিষ্ঠান। মেলায় প্রদর্শিত হবে কাঁচামাল, আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি, সিরামিক টেবিলওয়্যার, টাইলস এবং স্যানিটারিওয়্যারসহ খাত সংশ্লিষ্ট সব ধরনের পণ্য।
মেলার আকর্ষণীয় আয়োজনের মধ্যে রয়েছে তিনটি সেমিনার, জব ফেয়ার, বি-টু-বি ও বি-টু-সি মিটিং, রাফেল ড্র, লাইভ ডেমনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচন। মেলা উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, এবং ২৯ নভেম্বরের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
বিসিএমইএ জানায়, দেশে বর্তমানে ৭০টিরও বেশি সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার উৎপাদনকারী কারখানা কার্যক্রম চালাচ্ছে। স্থানীয় বাজারের আকার বার্ষিক প্রায় ৮,০০০ কোটি টাকা, এবং গত এক দশকে উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫০ শতাংশ। এছাড়াও, বাংলাদেশ বর্তমানে ৫০টিরও বেশি দেশে সিরামিক রপ্তানি করছে, যার মাধ্যমে বছরে প্রায় ৫০০ কোটি টাকা আয় হচ্ছে। এই খাতে বিনিয়োগের পরিমাণ ১৮,০০০ কোটি টাকার বেশি, এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রায় ৫ লাখ মানুষের।
চার দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম এবং পরিচালক মো. জিয়াউল হক জিকু।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ আজ: ভারত থেকে খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)