ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

বঙ্গভবনে রাষ্ট্রপতি-ভুটান প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২০২৫ নভেম্বর ২৩ ১৮:৪৪:২৩

বঙ্গভবনে রাষ্ট্রপতি-ভুটান প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে থাকা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুরে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে আনুষ্ঠানিক স্বাগত জানান। পরে ক্রেডেনসিয়াল হলে দুই নেতার মধ্যে এক আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ-ভুটান সম্পর্ককে ‘দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ব্যবসা-বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দুই দেশের সহযোগিতা বাড়লে উভয় দেশের পারস্পরিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অন্যদিকে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভুটানি শিক্ষার্থীদের জন্য আসন বৃদ্ধির উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নধারা ও অগ্রগতি ভুটানের জন্য অনুপ্রেরণাদায়ক, এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদী।

এ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তোবগে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান এবং সংক্ষিপ্ত আলোচনার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, একটি গাছ রোপণ করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

বঙ্গভবনে বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন। এসময় তার সঙ্গে ছিলেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী এন. ধুঙ্গেল, শিল্প–বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী লিওনপো নামগিয়াল দর্জি এবং বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমিন, সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরীসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত