ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

আঃ লীগের বিচারের দাবিতে এনসিপির স্লোগানে মুখর রাজপথ

২০২৫ নভেম্বর ২২ ১৯:১৪:৩৮

আঃ লীগের বিচারের দাবিতে এনসিপির স্লোগানে মুখর রাজপথ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকর এবং দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এই মিছিলটি বের করা হয়। ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে দলের নেতাকর্মীদের স্লোগানে রাজপথ মুখর হয়ে ওঠে।

গণমিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত