ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

শিশির মনির

'তরুণদের ভাবনা উপেক্ষা করলে নেতাদের পরিণতি হাসিনার মতো হবে'

২০২৫ নভেম্বর ২১ ২১:৫৭:৫৩

'তরুণদের ভাবনা উপেক্ষা করলে নেতাদের পরিণতি হাসিনার মতো হবে'

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো চিন্তার খোরাক তৈরির কারখানা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নতুন চিন্তা ও দর্শনের জন্ম হয়, আগামী দিনের বাংলাদেশ সেই কাঠামোর বাইরে যেতে পারে না।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চাকসু আয়োজিত ‘চাকসুর সঙ্গে জানুন আপনার অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, ‘এখন সিদ্ধান্ত তরুণদের হাতে। তারা নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসবে এবং রাজনৈতিক নেতাদের তা মানতে হবে। তরুণরা যদি নতুন ভাবনা সৃষ্টি না করে, তবে দেশ পিছিয়ে পড়বে এবং বিগত দিনের আন্দোলন-সংগ্রামের রক্ত ও ত্যাগ বৃথা যাবে।’

রাজনীতিবিদদের সতর্ক করে তিনি বলেন, ‘নেতারা যদি পুরোনো ধ্যান-ধারণা ও সংস্কৃতিতে আটকে থাকতে চান, তবে তরুণদেরই বুঝিয়ে দিতে হবে যে সেই দিন শেষ। তরুণদের আকাঙ্ক্ষা ধারণ না করলে রাজনৈতিক নেতাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে।’

দলীয় লেজুড়বৃত্তির ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কারও পক্ষে-বিপক্ষে অন্ধ সমর্থনের প্রয়োজন নেই। তরুণদের একমাত্র দায়িত্ব বাংলাদেশের পক্ষে দাঁড়ানো। রাজনৈতিক পরিচয় বা মত যা-ই হোক, যারা দেশকে এগিয়ে নিতে চায়, তাদেরই সহযোগিতা করা উচিত। এই মানসিকতা ধারণ করতে না পারলে সত্যিকার অর্থে বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না।’

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ