ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পের ভয়াবহতা: যে ৫টি চলচ্চিত্র আপনাকে নাড়িয়ে দেবে!

২০২৫ নভেম্বর ২১ ২০:০০:৪২

ভূমিকম্পের ভয়াবহতা: যে ৫টি চলচ্চিত্র আপনাকে নাড়িয়ে দেবে!

বিনোদন ডেস্ক: আজ সকালে এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, যা কোটি মানুষের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে, বিশ্বের ইতিহাসে ঘটে যাওয়া কিছু প্রলয়ঙ্করী ভূমিকম্পের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলো আলোচনার কেন্দ্রে। এই সিনেমাগুলো শুধু বিনোদনই নয়, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা এবং মানুষের টিকে থাকার অদম্য স্পৃহাকেও ফুটিয়ে তোলে। চলুন দেখে নেওয়া যাক, ভূমিকম্পের আতঙ্কের মাঝে আপনাকে নাড়িয়ে দেবে এমন পাঁচটি জনপ্রিয় চলচ্চিত্র।

১. স্যান অ্যানড্রেস (২০১৫): হলিউডের সুপারস্টার ডোয়াইন জনসন অভিনীত এই ছবিটি ক্যালিফোর্নিয়ার কুখ্যাত ‘স্যান অ্যানড্রেস ফল্ট’-এর উপর ভিত্তি করে নির্মিত। ৯ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্প ক্যালিফোর্নিয়াকে লণ্ডভণ্ড করে দিলে, একজন রেসকিউ পাইলট তার পরিবারকে বাঁচাতে লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকোতে ছুটে যান। ধ্বংসস্তূপ, ধসে পড়া ভবন এবং সুনামির শ্বাসরুদ্ধকর দৃশ্য ছবিটিকে করে তুলেছে এক অসাধারণ অভিজ্ঞতা।

২. দি ইম্পসিবল (২০১২): ২০০৪ সালের ভারত মহাসাগরের ভূমিকম্প ও সুনামির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। থাইল্যান্ডে ছুটি কাটাতে যাওয়া একটি স্প্যানিশ পরিবারের গল্প এটি, যেখানে দানবীয় জলোচ্ছ্বাসে পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্যোগের মাঝে বেঁচে থাকার সংগ্রাম এবং প্রিয়জনদের খুঁজে পাওয়ার অদম্য প্রচেষ্টা ছবিটির মূল উপজীব্য। এতে অভিনয় করেছেন নাওমি ওয়াটস ও ইউয়ান ম্যাকগ্রেগর।

৩. আফটারশক (২০১২): ২০১২ সালের এই দুর্যোগধর্মী হলিউড চলচ্চিত্রটি চিলির একটি নাইটক্লাবে আঘাত হানা বিশাল ভূমিকম্পের পর একদল পর্যটকের বেঁচে থাকার লড়াই নিয়ে নির্মিত। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ থেকে বেরিয়ে আসার পর শুরু হয় তাদের দুঃস্বপ্নের যাত্রা, যা চরম প্রতিকূলতার মাঝে টিকে থাকার এক মর্মস্পর্শী গল্প।

৪. দ্য কোয়াক (২০১৮): নরওয়েজিয়ান এই ছবিটি 'দ্য ওয়েভ' সিনেমার সিক্যুয়েল। একজন ভূতাত্ত্বিক ক্রিশ্চিয়ান আইকজর্ড অসলো শহরে আসন্ন এক ভয়াবহ ভূমিকম্পের পূর্বাভাস দেন। কিন্তু তার সতর্কবার্তায় কেউ কান দেয় না। অবশেষে যখন ভূমিকম্প আঘাত হানে, তখন একটি গগনচুম্বী ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে পরিবারকে বাঁচাতে তার মরণপণ লড়াই শুরু হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ছবিটিতে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পারিবারিক বন্ধনের গুরুত্বও তুলে ধরা হয়েছে।

৫. আর্থকোয়েক (১৯৭৪): ১৯৭৪ সালের ক্লাসিক এই হলিউড চলচ্চিত্রটি লস অ্যাঞ্জেলেস শহরে আঘাত হানা এক কাল্পনিক ৯.৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ চিত্র তুলে ধরে। বিভিন্ন চরিত্রের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং ভূমিকম্পের সময় তাদের বেঁচে থাকার সংগ্রাম এই ছবির মূল আকর্ষণ। এর অসাধারণ বিশেষ ইফেক্ট এবং তারকাবহুল অভিনয় এটিকে আজও স্মরণীয় করে রেখেছে।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের ফলে আতঙ্কিত মানুষজন দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় বিভিন্ন জায়গায় দেয়াল ধস ও ফাটলের ঘটনা ঘটে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত