ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

দুর্নীতিমুক্ত ও সমতার রাজনীতি গড়তে চান ভিপি সাদিক কায়েম

২০২৫ নভেম্বর ২১ ১৯:০৫:৩১

দুর্নীতিমুক্ত ও সমতার রাজনীতি গড়তে চান ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিকে শুধুমাত্র ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের খেলায় পরিণত হওয়াকে চ্যালেঞ্জ জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে হবে, দুর্নীতিমুক্ত, সমতার ও মুক্তির মূলনীতি নিয়ে। এছাড়া দেশের চিকিৎসা ব্যবস্থায় সংস্কারের প্রয়োজন রয়েছে; হাসপাতালকে সিন্ডিকেটমুক্ত করতে হবে।

শুক্রবার বিকেলে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজন করা গণজমায়েতের অনুষ্ঠানস্থলে, বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আবু সাদিক কায়েম এসব কথা বলেন।

ডাকসুর ভিপি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেয়েছে, কিন্তু গত ৫৪ বছরে দেশের মানুষ এখনও মুক্ত হয়নি। যতদিন ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, ততদিন সংগ্রাম চলবে। তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে ভোটের শক্তি ব্যবহার করে সঠিক ইনসাফ প্রতিষ্ঠা হবে।

তিনি অভিযোগ করেন, কিছু রাজনীতিক দল নির্বাচনের আগে থেকেই ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছে। কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হয়ে কেন্দ্র দখল করতে চায়, তাদের জন্য ফল ভয়াবহ হবে। এছাড়া, শেখ হাসিনাকে দায়মুক্ত করার চেষ্টা চললেও, এই রাজনীতি এই দেশে আর থাকবেনা।

ডাকসুর ভিপি আরও বলেন, জুলাই বিপ্লবের সময় তারা যৌক্তিক আন্দোলনে যুক্ত ছিলেন। খুনি হাসিনার রাজাকার ট্যাগ ও হাসপাতালে হামলার পরও মোসলেহ উদ্দিন ফরিদের সমর্থন তাদের পাশে ছিল। সাদিক কায়েম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মোসলেহ উদ্দিন ফরিদ দেশের তরুণ প্রজন্মের জন্য প্রয়োজন।

সভাপতির ভূমিকায় ছিলেন ঝিকরগাছা উপজেলা আমির আবদুল আলিম। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর-৩ (সদর) আসনের প্রার্থী আব্দুল কাদের, যশোর-১ (শার্শা) আসনের প্রার্থী আজিজুর রহমান এবং যশোর-৫ আসনের প্রার্থী গাজী এনামুল হক।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত