ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

`হাসিনার রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে'

২০২৫ নভেম্বর ২১ ১৭:৪৬:৫৩

`হাসিনার রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে'

নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “সব প্রমাণ-প্রতিষ্ঠিত তথ্যের ভিত্তিতে শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে। আসামি পক্ষের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এখনও আছে। তারা বারবার অভিযোগ করেন বিচার সঠিক হয়নি, তবে কার্যকর রায়ের জন্য সরকারের চেষ্টা চলছে। অ্যাটর্নি জেনারেলের এখানে কোনো সরাসরি ভূমিকা নেই।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের কর্মশালায় মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে যে প্রমাণ-তথ্য এসেছে, তা দেখে পৃথিবীর যেকোনো আদালত তাদের দোষী সাব্যস্ত করবে। তারা জলাই গণ-অভ্যুত্থান হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। আমরা বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু রেখে এগোচ্ছি, এবং এই প্রক্রিয়ায় সমালোচনা স্বাভাবিক।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “মাত্র ২০ দিনের মধ্যে ১,৪০০-এর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সময়ে ৩০,০০০-এর বেশি মানুষ চোখ, হাত বা পা হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। আমি এমন নৃশংস মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার দেখছি। এখানে কোনো ব্যক্তির নাম নয়, বরং মানবতাবিরোধী অপরাধটাই আমার নজরের কেন্দ্রবিন্দু।”

তিনি যোগ করেন, “আমার সমাজ ও দেশ রক্তক্ষয় করেছে, মানুষের হৃদয় রক্তাক্ত হয়েছে। অসংখ্য মানুষকে প্রাণহীন পাখির মতো হত্যা করা হয়েছে, এবং আমি তা সরাসরি দেখছি।”

এসময় শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র দাস, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল, জ্যেষ্ঠ সাংবাদিক বিমল সাহা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল এবং রোটেক্স বাংলাদেশের পরিচালক রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত