ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

২০২৫ নভেম্বর ২১ ১২:৫১:১৩

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :সশস্ত্র বাহিনী দিবসের উদ্বোধন উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশের নিরাপত্তা বাহিনীর অবদানের প্রতি সম্মান জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ তুলে দেন। এই পদক সেনাবাহিনীর বিভিন্ন দায়িত্ব ও সফল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে প্রদত্ত একটি উচ্চ সম্মান।

অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারের সংবর্ধনা জানান। তিনি মুক্তিযুদ্ধের ত্যাগ ও অবদানের গুরুত্ব তুলে ধরে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা অমূল্য। তাদের ত্যাগ আমাদের জাতির জন্য চিরস্মরণীয়।”

এছাড়া তিনি স্বাধীনতার ইতিহাস এবং দেশ সেবায় সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, “সশস্ত্র বাহিনী শুধু প্রতিরক্ষা নয়, জনগণের সেবায়ও সর্বদা প্রস্তুত থাকে। এই দিবস তাদের কর্তব্যনিষ্ঠা ও সাহসের উদযাপন।”

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পদক গ্রহণের সময় ধন্যবাদ জানান এবং বলেন, “সশস্ত্র বাহিনী দেশের জননিরাপত্তা, শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিনিয়ত কাজ করে। এ ধরনের স্বীকৃতি আমাদের দায়িত্ব ও উৎসাহকে আরও বাড়িয়ে দেয়।”

অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যে দেশসেবায় অসামান্য অবদানের জন্য বিশেষভাবে নির্বাচিত কর্মকর্তা ও জ্যেষ্ঠ সেনাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে তরুণ সেনারা নিজেদের কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের স্বীকৃতি পান।

শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর সদস্যদের উৎসাহিত করে বলেন, “আপনাদের সাহস, সততা ও কর্তব্যনিষ্ঠা আমাদের দেশের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সহায়ক। জাতির এই অমূল্য রক্ষাকারীদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।” অনুষ্ঠানের সমাপ্তি হয় জাতীয় সংগীত ও সেনাবাহিনীর চতুর্মুখী প্রদর্শনীর মাধ্যমে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত