ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :সশস্ত্র বাহিনী দিবসের উদ্বোধন উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশের নিরাপত্তা বাহিনীর অবদানের প্রতি সম্মান জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ তুলে দেন। এই পদক সেনাবাহিনীর বিভিন্ন দায়িত্ব ও সফল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে প্রদত্ত একটি উচ্চ সম্মান।
অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারের সংবর্ধনা জানান। তিনি মুক্তিযুদ্ধের ত্যাগ ও অবদানের গুরুত্ব তুলে ধরে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা অমূল্য। তাদের ত্যাগ আমাদের জাতির জন্য চিরস্মরণীয়।”
এছাড়া তিনি স্বাধীনতার ইতিহাস এবং দেশ সেবায় সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, “সশস্ত্র বাহিনী শুধু প্রতিরক্ষা নয়, জনগণের সেবায়ও সর্বদা প্রস্তুত থাকে। এই দিবস তাদের কর্তব্যনিষ্ঠা ও সাহসের উদযাপন।”
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পদক গ্রহণের সময় ধন্যবাদ জানান এবং বলেন, “সশস্ত্র বাহিনী দেশের জননিরাপত্তা, শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিনিয়ত কাজ করে। এ ধরনের স্বীকৃতি আমাদের দায়িত্ব ও উৎসাহকে আরও বাড়িয়ে দেয়।”
অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যে দেশসেবায় অসামান্য অবদানের জন্য বিশেষভাবে নির্বাচিত কর্মকর্তা ও জ্যেষ্ঠ সেনাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে তরুণ সেনারা নিজেদের কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের স্বীকৃতি পান।
শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর সদস্যদের উৎসাহিত করে বলেন, “আপনাদের সাহস, সততা ও কর্তব্যনিষ্ঠা আমাদের দেশের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সহায়ক। জাতির এই অমূল্য রক্ষাকারীদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।” অনুষ্ঠানের সমাপ্তি হয় জাতীয় সংগীত ও সেনাবাহিনীর চতুর্মুখী প্রদর্শনীর মাধ্যমে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)