ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পোস্টাল ব্যালটে নিবন্ধন করলেন সাড়ে ৩ হাজার প্রবাসী

২০২৫ নভেম্বর ২০ ২০:২৭:৪১

পোস্টাল ব্যালটে নিবন্ধন করলেন সাড়ে ৩ হাজার প্রবাসী

নিজস্ব প্রতিবেদক: পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটারদের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৩,৫০০ জন নিবন্ধন করেছেন। এই কার্যক্রম গতকাল, বুধবার থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় ১৭৪৫, জাপানে ৬৯০, চীনে ৩৬৮, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩, লিবিয়ায় ৬১, মিশরে ৫২, উগান্ডায় ১৯, মোজাম্বিক ১৫, মরিশায়ে ১৪, নাইজেরিয়ায় ১১, লাইবেরিয়ায় ১১, বোতসোয়ানায় ৯, রিপাবলিক অব কঙ্গোয় ৬, তানজানিয়ায় ৫, কেনিয়ায় ৪ এবং মরক্কো থেকে ৪ ভোটার নিবন্ধন করেছেন।

এবারের পোস্টাল ব্যালটে শুধু প্রবাসী ভোটাররাই নয়, কয়েদি এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দিতে পারবেন বলে জানান সালীম আহমাদ খান।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত