ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

‘নারীদের পিছনে রেখে রাষ্ট্র এগোতে পারবে না’

২০২৫ নভেম্বর ২০ ০০:০১:০৬

‘নারীদের পিছনে রেখে রাষ্ট্র এগোতে পারবে না’

সরকার ফারাবী: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নারীদের পিছিয়ে রেখে কোনো সমাজ বা রাষ্ট্র এগোতে পারে না। উন্নত ভবিষ্যৎ গড়তে হলে মা–বোনদের সঙ্গে একসঙ্গে কাজ করতেই হবে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ তাঁর বক্তব্যে তুলে ধরেন, হযরত খাদিজা (র.), হযরত আয়েশা (র.) এবং অন্যান্য নারী সাহাবিগণ রাসুলুল্লাহ (স.)–এর রাষ্ট্র ও সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমনকি যুদ্ধক্ষেত্রেও নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।

তিনি আরও বলেন, মেয়েদের যদি উচ্চশিক্ষা গ্রহণ করে হাফেজা, আলিমা, মুহাদ্দিসা, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী হিসেবে গড়ে তোলা যায়, তবে তারা সমাজ ও রাষ্ট্রের সকল অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখতে পারবে।

ধর্ম উপদেষ্টা জানান, তারা এমন একটি নতুন দিনের স্বপ্ন দেখেন যেখানে বৈষম্য থাকবে না। সবাই মিলেমিশে ইসলামি আদর্শ অনুসরণ করে কল্যাণ রাষ্ট্র গঠনের পথে হাঁটবে। তাঁর মতে, এই লক্ষ্যে নিবরাস মাদরাসা ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মানুষকে সম্মান করার, গিবত ও পরনিন্দা থেকে দূরে থাকার এবং কালেমা তাইয়্যেবার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবরাস মাদরাসার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ যাবেরী আল-মাদানী। আরও কয়েকজন বিশেষ অতিথি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেষে ড. খালিদ হিফযুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এ বছর মোট ১৬৭ জন শিক্ষার্থী হিফজুল কুরআন অ্যাওয়ার্ড পেয়েছে এর মধ্যে ১৩২ জন বালক এবং ৩৫ জন বালিকা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত