ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবি জসীম উদদীন হলের ১জন শিক্ষার্থীর স্বর্ণপদক এবং ৯ জনের মেধাবৃত্তি লাভ

২০২৫ নভেম্বর ১৯ ১৪:০১:৩৬

ঢাবি জসীম উদদীন হলের ১জন শিক্ষার্থীর স্বর্ণপদক এবং ৯ জনের মেধাবৃত্তি লাভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদদীন হলের ১জন শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং ৯ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার রাতে হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাকসু’র ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস এস এম ফরহাদ এবং কবি জসীম উদদীন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন স্মারক বক্তৃতা প্রদান করেন। সহকারী আবাসিক শিক্ষক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া অনুষ্ঠান সঞ্চালন করেন। একাউন্টিং বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন কবি জসীম উদদীন হল ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক লাভ করেছেন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মো. রহিম মিয়া (ইতিহাস), জামিউল হাসান (ফারসি ভাষা ও সাহিত্য), ওমর ফারুক (ডেভেলপমেন্ট স্টাডিজ),মো. মিফতাহুল ইসলাম (সমাজকল্যাণ ও গবেষণা), মো. বিল্লাল হোসাইন (সমাজকল্যাণ ও গবেষণা), মাশরিকী ইসলাম (ইংরেজি), মো. রাকিবুল হাসান (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), সাঈদ মোহাম্মদ খাইরুল আযম (উর্দু) এবং মো. মাসুম বিল্লাহ (ইসলামিক স্টাডিজ)।

উল্লেখ্য, অনুষ্ঠানে কবি জসীম উদদীন হল সংসদের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সম্মাননা এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া, ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বব্যাপী সম্প্রসারিত হওয়ায় মুদ্রা বিনিময়ের চাহিদাও দিন দিন বাড়ছে। লেনদেন সহজ করতে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে... বিস্তারিত