ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাংবাদিক সোহেলকে মুক্তি
নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে রাজধানীর বাড্ডা থেকে দৈনিক ভোরের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে ডিবি তুলে নিয়ে যায়। দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাসায় পৌঁছে দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার সকাল ১১টার দিকে নিজেই ফেসবুকে এই ঘটনা জানিয়েছেন সাংবাদিক সোহেল। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত ১২টার দিকে ডিবি পরিচয়ে ৫-৬ জন কর্মকর্তা তার বাসা থেকে জোর করে তুলে নেন।
ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।”
ফেসবুকে সোহেল লিখেছেন, আলহামদুলিল্লাহ, “বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর আমাকে স্বসম্মানে বাসায় পৌঁছে দেয়া হয়েছে। ডিবিতে আসামীর খাতায় আমার নাম লেখা হয়, জুতা-বেল্ট খুলে রেখে গারদে রাখা হয়। কিন্তু কেন আমাকে আটক করা হলো, তা আমি বা উর্দ্ধতন কর্মকর্তারা জানতাম না। পরে বুঝতে পারলাম, সরকারের একজন উপদেষ্টার ইশারায় ৯ জন মোবাইল ব্যবসায়ীকে সুবিধা দিতে আমাকে আটক করা হয়। আমার সাথে সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকেও আটক করা হয়। তিনি এখনও ডিবি কার্যালয়ে রয়েছেন।”
তিনি আরও লিখেছেন, “আজ ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) নিয়ে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর প্রেস কনফারেন্সের পরিকল্পনা ছিল, যেখানে আমি মিডিয়া পরামর্শক হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম। তাদের প্রধান উদ্দেশ্য ছিল প্রেস কনফারেন্স বন্ধ করা। তবে লক্ষ্য ব্যর্থ হয়েছে এবং বিষয়টি দেশের সবাই জানল।”
সোহেল উল্লেখ করেছেন, “দেশের মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে এনইআইআর সাংঘর্ষিক। ৯ জনকে সুবিধা দিতে সারাদেশে ২৫ হাজার ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে সাধারণ মানুষ ও প্রবাসীরা বিপদে পড়বেন। একজন ওই উপদেষ্টার স্কুল-বন্ধু। ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়?”
শেষে তিনি যোগ করেছেন, “ঘটনাটি জানাজানি হতেই শুভাকাঙ্ক্ষী, ভাই, বন্ধু ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের সমর্থন ও আওয়াজের কারণে আমি দ্রুত মুক্তি পেয়েছি। তাদের সবাইকে আমি কৃতজ্ঞ।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল