ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

'খু'নি হাসিনার ফাঁসি চাই’ স্লোগানে হাইকোর্ট অভিমুখে গণপদযাত্রা

২০২৫ নভেম্বর ১৭ ১১:২১:০৫

'খু'নি হাসিনার ফাঁসি চাই’ স্লোগানে হাইকোর্ট অভিমুখে গণপদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনেই তার ফাঁসির দাবিতে হাইকোর্ট অভিমুখে গণপদযাত্রা করেছে 'জনজোট বিপ্লবী মঞ্চ' নামের একটি সংগঠন।

সোমবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ১১টায় রাজধানীর জাতীয় জাদুঘরেরয় সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে দিয়ে টিএসসি হয়ে হাইকোর্টের দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, পদযাত্রাকারীরা টিএসসি এলাকায় অবস্থান করছিল।

পদযাত্রায় অংশ নেওয়া সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল: ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘একটা একটা লীগ ধর-ধইরা ধইরা জেলে ভর’, এবং ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার প্রাক্কালে এই গণপদযাত্রা রাজধানীতে উত্তেজনা সৃষ্টি করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত