ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
বিদেশিদের শেয়ার কমেছে ৩৪ কোম্পানিতে, বেড়েছে ১৩টিতে
নিজস্ব প্রতিবেদক: গেল অক্টোবর মাসে বিদেশি ও প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের শেয়ারবাজারে নতুন বিনিয়োগের চেয়ে শেয়ার বিক্রি করেছেন বেশি। ওই মাসে তারা অন্তত ১৬৯ কোটি টাকার শেয়ার বিক্রি করলেও কিনেছেন মাত্র সোয়া দুই কোটি টাকার শেয়ার। টাকার অঙ্কে বিক্রির পরিমাণ ডিএসইর মোট লেনদেনের তুলনায় সামান্য—মাত্র দেড় শতাংশ—তবে বিদেশিদের এই নেট বিক্রি বাজারের ওপর চাপ বাড়িয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর হালনাগাদ শেয়ার ধারণ অবস্থার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০টি কোম্পানির মধ্যে ৩৪টির শেয়ার বিদেশিদের অ্যাকাউন্ট থেকে কমেছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ১৬৯ কোটি টাকা। বিপরীতে মাত্র ১৩ কোম্পানিতে বিদেশিদের শেয়ার বেড়েছে, যার বাজারমূল্য সোয়া দুই কোটি টাকার কিছু বেশি।
অক্টোবর মাসে ডিএসইতে মোট ১১ হাজার ১৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। ৩৬০টি কোম্পানির মধ্যে ৩০৩টির দর কমে যায়, মাত্র ৫০টির দর বাড়ে। এর ফলে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স হারায় ২৯৩ পয়েন্ট। নভেম্বরেও শেয়ারবাজারে দরপতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
তথ্য অনুযায়ী, বিদেশিরা সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। কোম্পানিটিতে বিদেশি বা প্রবাসীদের শেয়ার কমেছে ২৪ লাখ ৮২ হাজার, যার বাজারমূল্য প্রায় ৫৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হয়েছে এমজেএল বাংলাদেশে—প্রায় ২১ কোটি ২২ লাখ টাকার শেয়ার। এরপর রয়েছে সিটি ব্যাংক, যেখানে কমেছে সোয়া ১২ কোটি টাকার শেয়ার (৫০ লাখ ২০ হাজার শেয়ার)।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকে প্রায় ১১ কোটি টাকার (১৫ লাখ ৯২ হাজার শেয়ার), প্রাইম ব্যাংকে সোয়া ১০ কোটি টাকার (৩৯ লাখ ৪৬ হাজার শেয়ার), বাংলাদেশ শিপিং করপোরেশনে সোয়া ১০ কোটি টাকার (৭ লাখ ৬৭ হাজার শেয়ার), আইডিএলসি ফাইন্যান্সে প্রায় ১০ কোটি টাকার (২৫ লাখ ৭৫ হাজার শেয়ার) এবং মারিকো বাংলাদেশে প্রায় ১০ কোটি টাকার (৩৪ হাজার ৬৫০ শেয়ার) শেয়ার কমেছে বিদেশিদের অ্যাকাউন্ট থেকে।
একইভাবে গ্রামীণফোনে সাড়ে ৭ কোটি টাকার (২ লাখ ৭০ হাজার), বার্জার পেইন্টসে সোয়া ৬ কোটি টাকার (৪৪ হাজার ১৯৫), ডিবিএইচে ৩ কোটি ৬৪ লাখ টাকার (৯ লাখ ৯৪ হাজার), অলিম্পিক ইন্ডাস্ট্রিজে প্রায় ৩ কোটি টাকার (১ লাখ ৮০ হাজার), লাফার্জ হোলসিমে আড়াই কোটি টাকার (৪ লাখ ৬৫ হাজার) এবং বিএসআরএম স্টিলে দুই কোটি টাকার (৩ লাখ ৭৬২টি) শেয়ার বিক্রি হয়েছে বিদেশিদের হাতে থাকা অ্যাকাউন্ট থেকে।
অন্তত এক কোটি টাকা করে বিক্রি হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট, বিএসআরএম লিমিটেড, লিন্ডে বিডি ও উত্তরা ব্যাংকের শেয়ার। বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিদেশিদের ধারাবাহিক বিক্রি বাজারের তারল্য ও আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল