ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

গায়ের রঙের কারণে অবহেলিত আফিয়ার পাশে দাঁড়ালো বিএনপি

২০২৫ নভেম্বর ১৫ ১২:৩৯:৩২

গায়ের রঙের কারণে অবহেলিত আফিয়ার পাশে দাঁড়ালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বাবার পরিবারে গায়ের রং ‘সাদা’ হওয়ায় তাড়িয়ে দেওয়া তিন বছরের শিশু আফিয়া ও তার মাকে ঘর এবং শিক্ষার নিশ্চয়তা দিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আফিয়ার নানাবাড়িতে গিয়ে এই আশ্বাস দেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ দিনের মধ্যে শিশুটির জন্য একটি ঘর তৈরি করে দেওয়ার পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে আফিয়াকে তার বাবার পরিবারে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালে বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের সঙ্গে বাউলিয়া চানপাড়ার মোজাম্মেল হোসেনের বিয়ে হয়। ২০২২ সালের ১৩ নভেম্বর তাদের মেয়ে আফিয়ার জন্ম হয়। শিশুটির গায়ের রং অস্বাভাবিক হওয়ায় জন্মের পর মোজাম্মেল স্ত্রীকে ছেড়ে অন্যত্র চলে যান। আট মাস পর তিনি মনিরাকে তালাক দিয়ে বিদেশে চলে যান। এরপর থেকে মনিরা তার সৎ মায়ের বাড়িতে থাকেন।

ঘটনার খবর পেয়ে দলের শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শুক্রবার অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির অন্য নেতা-কর্মীরা আফিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সহযোগিতার আশ্বাস দেন।

অমিত বলেন, “আগামী ১০ দিনের মধ্যে আফিয়ার জন্য একটি ঘর তৈরি করে দেওয়া হবে। তার পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। তাকে তার বাবার পরিবারে ফিরিয়ে আনার জন্যও পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও বলেন, আফিয়া সম্ভবত কোনো জীনগত সমস্যায় ভুগছে। শিক্ষার অভাব এবং অসচেতনতার কারণে তার বাবার পরিবার ভুল ধারণা পোষণ করেছে। দলের নির্দেশনায় তারা আফিয়ার পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত