ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরানোর ইঙ্গিত

২০২৫ নভেম্বর ১৪ ১৬:২৯:১৮

পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরানোর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক :সরকার বিগত তিনটি জাতীয় নির্বাচনের প্রক্রিয়াকে একতরফা ও জালিয়াতিপূর্ণ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট কমিশন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচনের প্রতি আস্থা পুনর্গঠনের অংশ হিসেবে, ওই নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১৩ লাখ কর্মকর্তাকে এইবারের নির্বাচনে বাদ দেওয়া সম্ভব কি না—তা পর্যালোচনার নির্দেশ দিয়েছে সরকার।

নির্দেশনার অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে রদবদল শুরু হয়েছে। এই ডিসিরাই পরবর্তী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিগত তিন নির্বাচনে যারা ন্যূনতমভাবে সংশ্লিষ্ট ছিলেন, তাদের এবার দায়িত্ব থেকে বাদ দেওয়া হতে পারে। তবে তা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, সতর্কভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মকর্তাদের ক্ষেত্রে তাদের পরিবেশ, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও আচরণ বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি নতুন নিয়োগ ও বদলির মাধ্যমে নির্বাচন কাঠামো পুনর্বিন্যাস করা হবে।

সাধারণত স্কুলশিক্ষক, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মচারীরা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, ‘সবাইকে একসাথে অযোগ্য ঘোষণা করলে নির্বাচন পরিচালনার দায়িত্ব কাঁধে কে নেবে?’

নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি মনে করেন, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরানো প্রয়োজন। তবে অনেক কর্মকর্তা চাকরির বাধ্যবাধকতায় আগের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এবং সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তা প্রত্যাখ্যানের সুযোগ ছিল না। তাই সৎ, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত। তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর ও সতর্ক অবস্থান রাখতে হবে।।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত