ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

“ভোলার গ্যাস সম্পদকে কাজে লাগাতে চায় সরকার”

২০২৫ নভেম্বর ১৪ ১৪:৫৩:৪২

“ভোলার গ্যাস সম্পদকে কাজে লাগাতে চায় সরকার”

নিজস্ব প্রতিবেদক: ভোলার গ্যাস সম্পদকে সারাদেশের কাজে লাগাতে চায় সরকার এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ভোলায় প্রচুর গ্যাস মজুদ রয়েছে, যা দেশের অন্যান্য জেলায় এমনভাবে পাওয়া যাচ্ছে না। এই গ্যাস ব্যবহার করে একটি ইউরিয়া সার কারখানা নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে, এবং বর্তমানে এর সম্ভাব্যতা যাচাই চলছে।

শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাটের কাছে প্রস্তাবিত দুটি স্থানে ইউরিয়া সার কারখানা নির্মাণের সম্ভাব্য জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে শিল্প উপদেষ্টার সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফওজুল করিম খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত