ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
চ্যাটজিপিটি বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপে: ব্যবহারকারীদের জন্য বিকল্প উপায়
নিজস্ব প্রতিবেদক :আগামী বছরের জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সেবা বন্ধ হয়ে যাচ্ছে। মেটার নতুন নীতিমালার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্মটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন নিয়ম অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করে সাধারণ উদ্দেশ্যের এআই চ্যাটবট আর ব্যবহার করা যাবে না। এর ফলে কেবল গ্রাহকসেবা বা ব্যবসায়িক সহায়তামূলক বিশেষায়িত এআই টুলগুলোই হোয়াটসঅ্যাপে চালু থাকবে।
ওপেনএআই জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় পাঁচ কোটি মানুষ হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করছেন। ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিষ্ঠানটি একটি পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে তারা পুরোনো চ্যাট সংরক্ষণ করে ভবিষ্যতে অন্য প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। মেটার নতুন নীতিমালার আওতায় ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআইতে সাধারণ উদ্দেশ্যের এআই চ্যাটবট নিষিদ্ধ হবে। মেটা জানিয়েছে, এসব চ্যাটবটের কারণে বার্তা আদান–প্রদানের পরিমাণ বেড়ে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, যা সিস্টেম পরিচালনায় জটিলতা তৈরি করছে। ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য পরিবর্তনের প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির চ্যাট হিস্ট্রি সরাসরি এক্সপোর্ট করা যাবে না। তবে ওপেনএআই এমন একটি ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বর চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে পুরোনো চ্যাট সংরক্ষণ করতে পারবেন। এতে হোয়াটসঅ্যাপে সেবা বন্ধ হলেও বার্তাগুলো চ্যাটজিপিটি অ্যাপে দেখা যাবে। ব্যবহারকারীদের প্রথমে অ্যান্ড্রয়েড, আইওএস বা কম্পিউটারের জন্য চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এছাড়া ওয়েব ব্রাউজার থেকেও চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে।
অ্যাকাউন্ট তৈরি বা লগইন করার পর হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির অফিসিয়াল প্রোফাইলে প্রবেশ করে দেওয়া লিংকে গিয়ে ফোন নম্বর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে। সংযোগ সম্পন্ন হলে হোয়াটসঅ্যাপে আগের চ্যাট স্বয়ংক্রিয়ভাবে চ্যাটজিপিটির ইতিহাসে সংরক্ষিত হবে এবং পরে সেগুলো দেখা যাবে।
চ্যাটজিপিটি নিজস্ব অ্যাপ ও ওয়েব সংস্করণে আগের মতোই ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা এখানে ভয়েস চ্যাট, ফাইল আপলোড, ছবি তৈরি এবং অন্যান্য সুবিধাও আগের মতোই উপভোগ করতে পারবেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)