ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
খেলোয়াড়দের হোটেল ছাড়ার যে ব্যাখ্যা দিল রাজশাহী
.jpg)
ডুয়া ডেস্ক : একের পর এক অভিযোগ উঠছে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে। খেলোয়াড়দের পারিশ্রমিক সমস্যার সমাধান হয়নি, হোটেল ভাড়া বাকি রেখেও সমালোচিত হয়েছে তারা। এবার শোনা যাচ্ছে, খরচ বাঁচাতে ঢাকায় বাসা থাকা খেলোয়াড়দের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছে।
বিপিএলে লিগ পর্বের ১২ ম্যাচই খেলে ফেলেছে দুর্বার রাজশাহী। এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা দলটি প্লে-অফের লড়াইয়ে এখনও টিকে আছে। শেষ পর্যন্ত তারা প্লে-অফে জায়গা করে নিতে পারবে কি-না, তা জানা যাবে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি)। ততদিন পর্যন্ত রাজশাহীর ক্রিকেটারদের বিশ্রাম।
খেলা না থাকলেও এই সময়টায় ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়দের একসঙ্গেই টিম হোটেলে থাকার কথা। কিন্তু নানান কেলেঙ্কারির জন্ম দেয়া ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অভিযোগ–ঢাকায় যে ক্রিকেটারদের বাসা আছে তাদের টিম হোটেল ছেড়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে।
কিন্তু রাজশাহীর মালিকপক্ষের দাবি, এই অভিযোগ সত্য নয়। বরং এই ক্রিকেটারদের অনুরোধেই তাদের তিন দিনের ছুটি দেয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে এরই মধ্যে গণমাধ্যমে বিবৃতিও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিবৃতিতে বলা হয়েছে, 'কয়েকজন ক্রিকেটারের অনুরোধের প্রেক্ষিতে দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট তাদের তিনদিনের ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুরধ মূলত ঢাকায় বাস করা ক্রিকেটারদের ছিল। তবে যারা ঢাকার বাইরে বসবাস করে, তারা বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে ঢাকায় টিম হোটেলেই অবস্থান করছেন। যাদের ঢাকায় বাসা আছে তারা চাইলেও যখন ইচ্ছা হোটেলে চেক-ইন করতে পারবেন।'
আরও বলা হয়েছে, 'চলমান বিপিএলে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে এরই মধ্যে লিগ পর্বের খেলা শেষ করেছে রাজশাহী এবং পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এই দলটার প্লে-অফে জায়গা করে নেয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে এবং ফ্র্যাঞ্চাইজিটি অপরাপর ফ্র্যাঞ্চাইজির লিগ পর্যায়ের খেলা শেষের অপেক্ষা করছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি