ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
গণতন্ত্র রক্ষায় এরশাদ-হাসিনা কারো সঙ্গেই আপস করেনি বিএনপি: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বরের মূল নায়ক জিয়াউর রহমান এবং বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গণতন্ত্রের প্রশ্নে এরশাদের সঙ্গে যেমন কোনো আপোষ করা হয়নি, তেমনি রক্তচোষা হাসিনার সঙ্গেও খালেদা জিয়া কোনো আপোষ করেননি। তিনি ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে ৫ আগস্টেও তার প্রকাশ দেখেছিলেন, যেখানে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল। রিজভী আরও উল্লেখ করেন যে, ৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা এবং ৭ নভেম্বরে তার 'আমি জিয়া বলছি' বলে জনগণকে উদ্বুদ্ধ করা - এই দুটি ঘটনাই প্রমাণ করে জিয়াউর রহমানই ছিলেন এই বিপ্লবের মূল নায়ক।
রিজভী ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে বলেন, শেখ হাসিনার শাসন একনায়কতন্ত্রের চেয়েও খারাপ ছিল, যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান থাকে না। তিনি উল্লেখ করেন যে, এই পরিস্থিতির কারণে ছাত্রদল ১৫-১৬ বছর ধরে নির্বিঘ্নে কাজ করতে পারেনি।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, জুলাই-আগস্টে অংশগ্রহণের সময় তাদের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছে। তিনি ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণ হিসেবে অনিয়ম ও ষড়যন্ত্রকে দায়ী করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ার কথা উল্লেখ করেন।
রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর খালেদ মোশাররফ শহীদ জিয়াউর রহমানকে বন্দি করেছিলেন, কিন্তু সিপাহী জনতা ৭ নভেম্বর তাকে মুক্ত করে এনেছিল। এই দিনটি বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রকাশ করে।
আলোচনা সভায় ইউট্যাবের সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, ফোকলোর বিভাগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল আলিম এবং জিয়া পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিবও উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড