ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

গণতন্ত্র রক্ষায় এরশাদ-হাসিনা কারো সঙ্গেই আপস করেনি বিএনপি: রিজভী

২০২৫ নভেম্বর ১১ ২১:১৮:৪২

গণতন্ত্র রক্ষায় এরশাদ-হাসিনা কারো সঙ্গেই আপস করেনি বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বরের মূল নায়ক জিয়াউর রহমান এবং বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্রের প্রশ্নে এরশাদের সঙ্গে যেমন কোনো আপোষ করা হয়নি, তেমনি রক্তচোষা হাসিনার সঙ্গেও খালেদা জিয়া কোনো আপোষ করেননি। তিনি ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে ৫ আগস্টেও তার প্রকাশ দেখেছিলেন, যেখানে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল। রিজভী আরও উল্লেখ করেন যে, ৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা এবং ৭ নভেম্বরে তার 'আমি জিয়া বলছি' বলে জনগণকে উদ্বুদ্ধ করা - এই দুটি ঘটনাই প্রমাণ করে জিয়াউর রহমানই ছিলেন এই বিপ্লবের মূল নায়ক।

রিজভী ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে বলেন, শেখ হাসিনার শাসন একনায়কতন্ত্রের চেয়েও খারাপ ছিল, যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান থাকে না। তিনি উল্লেখ করেন যে, এই পরিস্থিতির কারণে ছাত্রদল ১৫-১৬ বছর ধরে নির্বিঘ্নে কাজ করতে পারেনি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, জুলাই-আগস্টে অংশগ্রহণের সময় তাদের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছে। তিনি ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণ হিসেবে অনিয়ম ও ষড়যন্ত্রকে দায়ী করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ার কথা উল্লেখ করেন।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর খালেদ মোশাররফ শহীদ জিয়াউর রহমানকে বন্দি করেছিলেন, কিন্তু সিপাহী জনতা ৭ নভেম্বর তাকে মুক্ত করে এনেছিল। এই দিনটি বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রকাশ করে।

আলোচনা সভায় ইউট্যাবের সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, ফোকলোর বিভাগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল আলিম এবং জিয়া পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিবও উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত