ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

মেসির জাদুতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

২০২৫ নভেম্বর ০৯ ১৪:০৫:৫২

মেসির জাদুতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

স্পোর্টস নিউজ:আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে ইন্টার মিয়ামি প্রথমবারের মতো এমএলএস কাপের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে পৌঁছেছে। প্লে-অফের ‘বেস্ট অব থ্রি’ সিরিজের নির্ণায়ক ম্যাচে তারা ন্যাশভিল এসসিকে ৪-০ গোলে পরাজিত করে। ম্যাচটি ছিল একেবারে মেসির ছোঁয়ায় ভরা, যেখানে তার দুইটি গোল এবং দুটি অ্যাসিস্টে মিয়ামি দাপটের সঙ্গে জয় তুলে নেয়।

ম্যাচের মাত্র ১০ মিনিটে ন্যাশভিলের ম্যাথিউ করকোরানের ভুল পাসে বল পেয়ে মেসি আত্মবিশ্বাসী ড্রিবল করে বক্সের বাইরে থেকে প্রথম গোলটি করেন। এই গোলের মাধ্যমে মিয়ামি দ্রুতই এগিয়ে যায় এবং ম্যাচের তালে উন্মাদনা ছড়িয়ে পড়ে। ৩৯ মিনিটে জর্দি আলবারের দীর্ঘ পাস ন্যাশভিলের ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল মাতেও সিলভেত্তির কাছে যায়। সিলভেত্তি সতর্কভাবে মেসিকে ব্যাক পাস দেন, আর মেসি সহজেই জালে বল জড়িয়ে দ্বিতীয় গোলটি করেন।

মিয়ামির দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইকার লুইস সুয়ারেজ এক ম্যাচের নিষিদ্ধ থাকলেও, তাদেও আলেন্ডে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। খেলায় নতুন মাত্রা যোগ করেন আলবার ও মেসির কম্বিনেশন। ৭৩ মিনিটে এই জুটি সুন্দরভাবে কৌশলগত পাসিং প্রদর্শন করে, যার পর আলবারের ব্যাক পাস থেকে আলেন্ডে প্রথম গোল করেন। এর মাত্র তিন মিনিট পর মেসির থ্রু পাস থেকে আলেন্ডে চমকপ্রদ ফিনিশিং করে মিয়ামির ৪-০ গোলে জয় নিশ্চিত করেন।

ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় হলো মেসির অবিশ্বাস্য অবদান। তার দুটি গোল এবং দুটি অ্যাসিস্টের মাধ্যমে তিনি ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট পূর্ণ করেছেন। আবারও প্রমাণ করলেন কেন তিনি ‘ফুটবলের জাদুকর’ নামে পরিচিত। এই জয়ের ফলে ইন্টার মিয়ামির ইতিহাসে নতুন অধ্যায় যোগ হলো, এবং দলটি এখন ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

মেসির ব্যতিক্রমী দক্ষতা, দলের সমন্বয় এবং মাঠে অব্যাহত আগ্রাসী খেলার মাধ্যমে ইন্টার মিয়ামি প্রমাণ করেছে তারা এমএলএস-এর শীর্ষ স্তরের দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষম।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ