ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

পঞ্চগড়ে শীতের আগমন, তাপমাত্রা কমে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস

২০২৫ নভেম্বর ০৯ ১২:০৪:১৮

পঞ্চগড়ে শীতের আগমন, তাপমাত্রা কমে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন শুরু হয়েছে। হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস এবং ভোরের কুয়াশায় জেলায় শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আবহাওয়া অফিস জানায়, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে উত্তরাঞ্চলে শীতের প্রভাব বেড়ে যাবে।

স্থানীয়রা জানান, বিশেষ করে সন্ধ্যা ও ভোরের সময় হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশার পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় খেটে খাওয়া সাধারণ মানুষ—পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর ও রিকশা চালক—ঠান্ডা বাতাসে কাজ করতে গিয়ে কষ্টের মুখে পড়ছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভোরের দিকে এবং সন্ধ্যা রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এখন থেকে প্রতিদিন ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত