ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
নিরপেক্ষ নির্বাচন ও জনগণকে ভয় পাচ্ছে কয়েকটি দল: প্রিন্স
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের মতোই জামায়াতসহ কয়েকটি দল নিরপেক্ষ নির্বাচন ও জনগণকে ভয় পাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী তালিকা, নির্বাচন প্রস্তুতি ও জনসমর্থন দেখে তারা ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে দিতে গণভোটসহ বিভিন্ন ইস্যু সামনে এনে উত্তেজনাকর কথা বলছেন এবং নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হচ্ছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, "এরা কিছুদিন ধরে পিআর, জুলাই সনদ নিয়ে শোরগোল করার চেষ্টা করেছে। জনসমর্থন না পেয়ে এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য হৈচৈ করছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রজেক্ট।" তিনি আরও দাবি করেন, "পিআরসহ গণভোটের এই প্রজেক্ট আধিপত্যবাদের সাপ্লাই করা। আধিপত্যবাদ পুনরায় আওয়ামী ফ্যাসিজমকে বাংলাদেশে পুনর্বাসন করতে নির্বাচন বানচালের এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রে যে বা যারা যুক্ত হবে জনগণ তাদের প্রতিহত করবে। গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে একসঙ্গে করতে হবে। এর ব্যতিক্রম বিএনপি ও জনগণ মেনে নেবে না।"
তিনি জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার সমালোচনা করে বলেন, জামায়াতে ইসলামীর ‘আঙুল বাকা করে ঘি খাওয়া’ জনগণ ১৯৭১ সালেই প্রত্যক্ষ করেছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণ পাকবাহিনীসহ রাজাকার বাহিনীকে যুদ্ধের ময়দানে মোকাবেলা করে দেশ স্বাধীন করেছে।
এমরান সালেহ প্রিন্স বিএনপি নেতাকর্মীদের প্রতি ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "বিএনপি এবার জনসমর্থন, দল ও আন্দোলনে ভূমিকা বিবেচনা নিয়ে মনোনয়ন দিয়েছে।" তিনি আরও যোগ করেন, "বিএনপি মুক্তিযুদ্ধ, সিপাহি-জনতার বিপ্লব ও ছাত্র গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে।"
সমাবেশ ও মিছিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস