ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম

২০২৫ নভেম্বর ০৬ ২১:৩৮:৩৪

কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক: পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আপনারা আমাকে ভালো বলবেন জেলা প্রশাসন একটা কাজ করেছে। কিয়ামতের ময়দানে আমাকে যেসব প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না। সেদিন সেই প্রশ্নের উত্তর দিতে পারি, তাই আজকের এই আয়োজন।”

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার উদ্দেশ্য ছিল ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন ও এর কার্যক্রম নিয়ে আলোচনা করা।

জেলা প্রশাসক আরও বলেন, “আজকের এই আয়োজন যেন কিয়ামতের কঠিন দিনে নাজাতের অসিলা হয়ে দাঁড়ায়। ট্রাস্টটি যাদের জন্য গঠিত হয়েছে, তারা যদি কিছুটা হলেও উপকৃত হন, তবে এই আয়োজন স্বার্থক হবে। সেই কঠিন দিনের প্রশ্ন থেকে হয়তো কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে।”

সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত