ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বিএনপির প্রার্থী তালিকায় ১১ চিকিৎসক

২০২৫ নভেম্বর ০৪ ১৯:০৫:৪৪

বিএনপির প্রার্থী তালিকায় ১১ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রাথমিক এই তালিকায় ২৩৭টি আসনের মধ্যে ১১ জন চিকিৎসকও স্থান পেয়েছেন, যারা বিভিন্ন পর্যায়ের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য। কেন্দ্রীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদকরা গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। এই চিকিৎসকরা হলেন—অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর-৬), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা-২), ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা-৩), ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ-৭), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ-২), ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা-১৯ সাভার), ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ-২), ডা. খন্দকার জিয়াউল ইসলাম (গাইবান্ধা-১), ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর-১) ও ডা. ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪)।

ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যে, ১১ চিকিৎসককে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এই প্রার্থীদের মধ্যে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনে লড়বেন এবং তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পরিচিত। গাজীপুর-৩ আসনে প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু চিকিৎসক ও দলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে সুপরিচিত। নেত্রকোনা-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

গাইবান্ধা-৩ আসনের প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক জেলা বিএনপির সভাপতি এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পরিচালক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ-৭ আসনে প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য। গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. কে এম বাবর, যিনি ড্যাবের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক।

ঢাকা-১৯ সাভার আসনে প্রার্থী হয়েছেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন। হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. সাখাওয়াত হোসেন জীবন, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। গাইবান্ধা-১ আসনে প্রার্থী হয়েছেন ডা. খন্দকার জিয়াউল ইসলাম। শেরপুর-১ আসনের প্রার্থী ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা, যিনি ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন। নওগাঁ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. ইকরামুল বারী টিপু।

মোটের উপর, বিএনপি প্রার্থী তালিকায় ১১ জন চিকিৎসকের অন্তর্ভুক্তি দলের মধ্যে নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সংমিশ্রণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা নির্বাচনী প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত