ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

বগুড়া-৬ আসনে ত্রয়োদশ নির্বাচনে লড়াই করছেন তারেক রহমান      

২০২৫ নভেম্বর ০৩ ১৮:০৭:৪৩








বগুড়া-৬ আসনে ত্রয়োদশ নির্বাচনে লড়াই করছেন তারেক রহমান




 
 



 

নিজস্ব প্রতিবেদক :বগুড়া জেলা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) গুলশানে সংবাদ সম্মেলনে ২৩২টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করার সময় এই তথ্য নিশ্চিত করেন। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচন লড়বেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হবেন। এ ছাড়া অন্যান্য ২৩২ আসনের সম্ভাব্য প্রার্থীও এ সময় ঘোষণা করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে নির্বাচন প্রস্তুতি শুরু করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩২টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে, যা দলীয় প্রস্তুতি ও জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, দল নির্বাচনে অংশগ্রহণ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে চাইছে। বিএনপি ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড জোরদার করছে এবং নির্বাচনী প্রচারণার প্রস্তুতি সম্পন্ন করছে।

এই ঘোষণার মাধ্যমে বিএনপি নির্বাচনকে সামনে রেখে নিজের শক্তি প্রদর্শনের পাশাপাশি রাজনৈতিক পরিকল্পনা ও নির্বাচনী কৌশলও সমন্বয় করছে। দল আশা করছে, প্রার্থী ঘোষণার পর মাঠ পর্যায়ে তাদের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের মধ্যে উপস্থিতি বাড়াবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত