ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৩ নভেম্বর)

২০২৫ নভেম্বর ০৩ ০৯:১৯:৪৬

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৩ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আজ সোমবার (৩ নভেম্বর) নানা কর্মসূচিতে দিনটি ব্যস্তভাবে কাটবে। সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের একাধিক সভা, সেমিনার এবং বৈঠক অনুষ্ঠিত হবে দিনজুড়ে। সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে এসব আয়োজন।

শিল্প উপদেষ্টার কর্মসূচি

সকাল ৯টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি সেমিনার। জাইকার সহায়তায় বাস্তবায়নাধীন “Improvement of Design and Construction Quality for Resilience of Private Buildings (DCQR)” প্রকল্পের অংশ হিসেবে ‘ভবন সংক্রান্ত দুর্যোগ (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিএনপির কর্মসূচি

সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম।

এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

আট দলের যৌথ সংবাদ সম্মেলন

একই সময়ে দুপুর ১২টা ৩০ মিনিটে সমমনা আটটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং ফেব্রুয়ারি ২০২৬-এ সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত