ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সালমান ভক্তদের মানববন্ধন

২০২৫ নভেম্বর ০১ ১৭:১২:১৬

আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সালমান ভক্তদের মানববন্ধন

বিনোদন ডেস্ক: ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যার মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ভক্তরা মানববন্ধন করেছেন। সালমান ভক্তরা প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, মামলা দায়েরের ১১ দিন পার হলেও কেন আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি।

মানবন্ধনে উপস্থিত ভক্তরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘খুনিরা জেলে যাক, ছেলে হারা মায়ের ডাক’, ‘বিচার চাই, সালমান হত্যার বিচার চাই’। এছাড়া তারা ‘সালমান হত্যার বিচার চাই’ লেখা পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে আসেন। এই মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সালমান ভক্ত-অনুরাগীরা অংশ নেন।

এক ভক্ত বলেন, ‘মামলার দুইদিন পর ডন ফেসবুকে লিখেছিলেন, তিনি কয়েক দিনের মধ্যে আত্মসমর্পণ করবেন। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। সামিরা হক বারবার দাবি করছেন, সালমান আত্মহত্যা করেছেন। কিন্তু মামলাটি হত্যার মামলা হিসেবে রূপ নেয়ার ২৯ বছর পর কেন এখন তাঁরা ভয় পাচ্ছেন, তা বুঝতে পারছি না।’

ভক্তরা মানববন্ধনে সালমান হত্যার সঠিক বিচার এবং আসামীদের দ্রুত বিচারের দাবি জানান।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিভিন্ন তদন্ত সংস্থা থানা-পুলিশ, সিআইডি, র‍্যাব, পিবিআই ইনভেস্টিগেশন চালায়। যদিও সব প্রতিবেদনই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছিল, সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত