ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

ফেব্রুয়ারিতে ভোটের আশ্বাস দিলেন ইসি আনোয়ারুল

২০২৫ অক্টোবর ৩১ ১৭:৫৮:১৪

ফেব্রুয়ারিতে ভোটের আশ্বাস দিলেন ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক :আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি চলছে, এবং তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর মাসে।

শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “সবার সহযোগিতায় ফেব্রুয়ারিতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা আশাবাদী।”

পিআর বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়ে আমি কিছু বলব না, যেহেতু প্রধান উপদেষ্টা ইতোমধ্যে এ বিষয়ে মন্তব্য করেছেন।”

নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা বা চ্যালেঞ্জ আছে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, “এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। সবার সহযোগিতায় একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

এসময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, নির্বাচনী ইস্যু নিয়ে যেন কোনো অপতথ্য বা গুজব ছড়ানো না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ব্রিফিংয়ে পটুয়াখালীর জেলা প্রশাসকসহ নির্বাচন সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত