ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

হাসান মাসুদ এখন কেমন আছেন?

২০২৫ অক্টোবর ৩১ ১৪:৫৮:২৭

হাসান মাসুদ এখন কেমন আছেন?

ডুয়া বিনোদন ডেস্ক :জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৭ অক্টোবর রাতে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাঁকে দ্রুত ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানিয়েছেন, হাসান মাসুদের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও অন্তত এক সপ্তাহ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি বলেন, “এখনই বাসায় ফেরার মতো অবস্থায় নেই। চিকিৎসকেরা আপাতত হাসপাতালে রাখার নির্দেশ দিয়েছেন। কিছু পরীক্ষায় রক্তসহ কয়েকটি বিষয়ে সামান্য জটিলতা ধরা পড়েছে, যার চিকিৎসা চলছে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিনেতা ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

উল্লেখ্য, হাসান মাসুদ একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পরে অভিনয়ে নাম লিখিয়ে অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে—‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ ও ‘বাতাসের ঘর’।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রমতে, সাম্প্রতিক সময়ে তিনি মানসিকভাবে কিছুটা চাপে ছিলেন। বিনোদনজগতে তারকা জীবনের উজ্জ্বলতার আড়ালে অভিনেতার একাকিত্ব ও মানসিক ক্লান্তি তাঁকে ভেতর থেকে ভুগিয়েছে বলে মনে করা হচ্ছে। সহকর্মী ও অসংখ্য ভক্ত তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত