ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

৬৯ বছর বয়সে লন্ডনে পিএইচডি অর্জন

২০২৫ অক্টোবর ৩০ ১৭:৫৩:৩৮

৬৯ বছর বয়সে লন্ডনে পিএইচডি অর্জন

আন্তর্জাতিক ডেস্ক :লন্ডনে বসবাসরত মরিশাসের নাগরিক নিদ্যানন্দ রায় ৬৯ বছর বয়সে পিএইচডি ডিগ্রি অর্জন করে জীবনের দীর্ঘ প্রতিশ্রুতির স্বপ্ন পূরণ করেছেন। সামাজিক নীতিনির্ধারণ বিষয়ে তার এই ডক্টরেট ডিগ্রি তিনি মিডলসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন। ১৯৯৯ সালে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাস থেকে লন্ডনে আসা ড. রায় দীর্ঘ সময় ধরে পড়াশোনার প্রতিশ্রুতি নিয়ে এগিয়েছেন।

নিদ্যানন্দ রায় বিবিসি রেডিও লন্ডনকে বলেন, এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও তিনি এটিকে খুব বিশেষ অনুভূতি হিসেবে দেখেন না, বরং জীবনভর শিক্ষা ও অধ্যাবসায়ের প্রতিফলন হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, ‘আমি একদম নিম্নবিত্ত পরিবার থেকে এসেছি। বাবা ছিলেন নাপিত, মা গৃহপরিচারিকা। টাকার অভাবে স্কুল ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু সেখান থেকেই শেখার আগ্রহ ও শৃঙ্খলা জন্ম নিয়েছিল।’

যুক্তরাজ্যে আসার পর প্রথমে তিনি গৃহপরিচারক এবং পরে পরিচর্যাকারী হিসেবে কাজ শুরু করেন। পরে ফরেনসিক মেন্টাল হেলথ খাতে কর্মজীবন শুরু করেন। সন্তানরা বড় হওয়ার পর আবার একাডেমিয়ায় ফিরে তিনি নিজের স্বপ্নের পথে ফিরে যান। তিনি বলেন, ‘যে বয়সেই হোক, এবার আমি সেই কাজটা করব যা করতে সবসময় চেয়েছিলাম।’

ড. রায়ের পিএইচডি গবেষণা মরিশাসের ক্রেওল ফরাসিভাষী জনগোষ্ঠীর উপনিবেশ-পরবর্তী অভিজ্ঞতা নিয়ে। ১৮শ শতকের নেপোলিয়নিক যুদ্ধের আগে দেশটি ফরাসি উপনিবেশ ছিল, পরে ব্রিটিশ শাসনের অধীনে আসে এবং ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে। তিনি বর্তমানে পরিচয়, সংস্কৃতি এবং উপনিবেশ-পরবর্তী সামাজিক প্রেক্ষাপট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।ড. রায়ের এই অধ্যাবসায় ও স্বপ্নপূরণের গল্প অভিবাসী সমাজে অনুপ্রেরণার এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা প্রমাণ করে যে বয়স কোনো বাধা নয়, যদি লক্ষ্য ও অধ্যাবসায় থাকে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত