ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

সালমান খানের নারীবিদ্বেষী মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

২০২৫ অক্টোবর ২৮ ১৪:৫৭:৪১

সালমান খানের নারীবিদ্বেষী মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

বিনোদন ডেস্ক: ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম এই মুহূর্তে দর্শকমহলে বেশ আলোচিত, তবে এবার সঞ্চালক সালমান খানের সমর্থন কম। চলতি মৌসুমে তার কয়েকটি বিতর্কিত মন্তব্য দর্শকবিরাগ সৃষ্টি করেছে।

সবচেয়ে তাজা বিতর্ক ঘটেছে ‘বিগ বস’-এর প্রতিযোগী ফারহানা ভাটকে কেন্দ্র করে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের অনুসারে, সম্প্রতি এক পর্বে প্রতিযোগী আশনূর কৌর সালমানকে অভিযোগ করেন, ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে। আশনূরের প্রশ্ন, বিগ বসের ঘরের বাইরে কি ফারহানার আচরণও একই রকম?

এই অভিযোগের জবাবে সালমান খান ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলেন, ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোক পাত্রী হিসেবে ওর খোঁজখবর নেবে। তখন কী বলবে, ‘ওহ, এই মেয়ে তো গালি দেয়! ঝগড়া করে, প্লেট ভাঙে!’ এই রকম মেয়েই দরকার আমাদের ছেলের জন্য! জীবনে শান্তশিষ্ট ও যুক্তিসঙ্গত মেয়ের প্রয়োজন, আর সে নয়!

সালমানের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। অনেকেই তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। একজন লিখেছেন, আদৌ স্বাধীনচেতা, দৃঢ় এবং বলিষ্ঠ নারীর সহ্য করতে পারছেন না সালমান। হিনা থেকে গওহর, রুবিনা, প্রিয়াঙ্কা, এবার ফারহানা।

কেউ কেউ মন্তব্য করেছেন, এত বড় মাপের নারীবিদ্বেষী মানুষ আগে দেখেননি। বিতর্কের মাঝেও সালমানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত