ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
আইসিসি পুরস্কার বোনাসে ইতিহাস গড়লো বাংলাদেশি মেয়েরা
ডুয়া স্পোর্টস ডেস্ক :মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে গতকাল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নিশ্চিত হারের পথে থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারতীয় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারের খেলা মাঠে সম্পূর্ণ হয়নি। আগে ব্যাট করা বাংলাদেশ ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে ভারত ৮.৪ ওভারে ৫৭ রান করার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।
পরিশেষে ৭ ম্যাচে বাংলাদেশ এক জয় ও এক পরিত্যক্তসহ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থেকে এবারের বিশ্বকাপ শেষ করেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় সত্ত্বেও বাকি ছয় ম্যাচে হারের মুখ দেখতে হয় নিগার সুলতানাদের। মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ না হলেও আইসিসির প্রাইজমানি থেকে বড় অর্জন করেছে দলটি।
আইসিসি এবারের নারীদের ওয়ানডে বিশ্বকাপে পুরস্কারের অর্থ গতবারের তুলনায় চার গুণ বৃদ্ধি করেছে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অংশ নেওয়ায় প্রায় ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকা। এই অর্থে নারী ক্রিকেটে নতুন আর্থিক মানদণ্ড স্থাপন হয়েছে।
বিশ্বকাপে মোট প্রাইজমানি রাখা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। ২০২২ সালের বিশ্বকাপে এই অর্থ ছিল মাত্র ৩৫ লাখ ডলার। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ১ কোটি ডলার ছিল, অর্থাৎ এবার নারী ক্রিকেটাররা পুরুষদের চেয়ে বেশি অর্থের আসরে অংশ নিয়েছেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল অংশগ্রহণের জন্য ২ লাখ ৫০ হাজার ডলার পায়। গ্রুপ পর্বের জয় বোনাস হিসেবে দল পান ৩৪ হাজার ৩১৪ ডলার, এবং সপ্তম বা অষ্টম স্থানের জন্য অতিরিক্ত ৩০ হাজার ডলার।
এভাবে অংশগ্রহণ ফি, অবস্থান বোনাস এবং জয় বোনাস মিলিয়ে বাংলাদেশের মেয়েরা প্রায় ৭ কোটি টাকা অর্জন করেছে। নারীদের ক্রিকেটে এই নতুন আর্থিক সংস্কারকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির