ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

জোট প্রার্থীদের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

২০২৫ অক্টোবর ২৬ ১৮:৩২:২২

জোট প্রার্থীদের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন বুধবার বিএনপির আবেদন পর্যবেক্ষণ করবে, জোটবদ্ধ প্রার্থীদের প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রবিবার কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত। আগামী সোমবার (২৭ অক্টোবর) এটি প্রকাশ করা হবে।’ তিনি আরও জানান, বৈঠকে তরুণ ভোটার, আরপিও, স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ, কমিশনের সুপারিশ, নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং নির্বাচনী সহায়তা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

আখতার আহমেদ জানান, কমনওয়েলথ পর্যবেক্ষক সংস্থা ভোটের আগে এবং পরে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়। তবে তারা আগামী নির্বাচনে কত সদস্য বিশিষ্ট টিম পাঠাবে, সে বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত