ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেয়ার পাঁয়তারা!
নিজস্ব প্রতিবেদক : বাজারে পরিকল্পিত দরপতন ঘটিয়ে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে কারসাজি চক্র। তা-না হলে বর্তমানে ডিভিডেন্ড মৌসুমে দরপতন হওয়াটা অস্বাভাবিক। ধারাবাহিক দরপতন কাটিযে গত সপ্তাহের চতুর্থ কর্মদিবস থেকে সূচক বাড়তে শুরু করেছিল এবং শেষ দিনেও যা অব্যাহত ছিল। সূচকের উত্থানের কারণে শেষ কর্মদিবসে টাকার অংকে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল চলতি সপ্তাহের শুরু থেকেই বাজার আরও ঊর্ধ্বমুখী হবে। কিন্তু আজ শেষ পর্যন্ত বাজার অকারণেই নিম্নমুখী প্রবণতা দেখা দেয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ লেনদেন শুরু হয়েছিল সূচকের উত্থানের মধ্য দিয়ে। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে সূচকের একটানা পতন হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। এছাড়া লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, আজকের (২৬ অক্টোবর) দিনের শুরুটা ইতিবাচক ছিল। ডিভিডেন্ডকে ঘিরে বাজার ঘুরে দাঁড়ানোটা স্বাভাবিক। গত সপ্তাহে একাধিক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং চলতি সপ্তাহেও প্রায় শতাধিক কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এমন ইতিবাচক পরিস্থিতিতে একটি চক্র বাজারে পরিকল্পিতভাবে অস্থিরতা ছড়াচ্ছে এবং বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে।
আজ রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৬.৯৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩.৭৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৬.৬৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, ১৯৮টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৪৬১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৭ কোটি ৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯১টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৩.০১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১২৩.৬৪ পয়েন্ট বেড়েছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা