ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেকর্ড পরিমান আবেদন-জানা গেল ফল প্রকাশের তারিখ

২০২৫ অক্টোবর ২৫ ২৩:২৮:৩৬

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেকর্ড পরিমান আবেদন-জানা গেল ফল প্রকাশের তারিখ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ‘ফলে সন্তুষ্ট না হওয়া’ পরীক্ষার্থীদের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন বিপুল বৃদ্ধি পেয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের মোট ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ আবেদন এসেছে ঢাকা বোর্ড থেকে ৬৬ হাজার শিক্ষার্থী, আর সবচেয়ে কম আবেদন এসেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে, যেখানে ৭ হাজার ৯১৬ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। বোর্ডগুলো রেওয়াজ মেনে আগামী ১৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য রাখছে।

বোর্ড কর্মকর্তাদের মন্তব্য

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। নিয়ম অনুযায়ী ফল প্রকাশ করা হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল সাধারণত ৩০ দিনের মধ্যে দেওয়ার নিয়ম রয়েছে, তাই ১৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ হবে।

আবেদন প্রক্রিয়া

গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পেরেছেন। প্রতি খাতার জন্য ১৫০ টাকা ফি পরিশোধ করতে হয়েছে। প্রতি বছরই ‘ফলে সন্তুষ্ট না হওয়া’ শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হয়। তবে এই প্রক্রিয়ায় খাতা পুনর্মূল্যায়ন করা হয় না; বরং প্রশ্নপত্র অনুযায়ী নম্বর পুনরায় যাচাই করা হয়।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান

ঢাকা বোর্ড: ৬৬,১৫০ জন শিক্ষার্থী, ১,৩৬,৫০৬ খাতা,

কুমিল্লা বোর্ড: ২২,৫০৩ জন শিক্ষার্থী, ৪২,০৪৪ খাতা,

রাজশাহী বোর্ড: ২০,৯২৪ জন শিক্ষার্থী, ৩৬,১০২ খাতা,

যশোর বোর্ড: ২০,৩৯৫ জন শিক্ষার্থী, ৩৬,২০৫ খাতা,

চট্টগ্রাম বোর্ড: ২২,৫৯৫ জন শিক্ষার্থী, ৪৬,১৪৮ খাতা,

সিলেট বোর্ড: ১৩,০৪৪ জন শিক্ষার্থী, ২৩,০৮২ খাতা,

বরিশাল বোর্ড: ৮,০১১ জন শিক্ষার্থী, ১৭,৪৮৯ খাতা,

দিনাজপুর বোর্ড: ১৭,৩১৮ জন শিক্ষার্থী, ২৯,২৯৭ খাতা,

ময়মনসিংহ বোর্ড: ১৫,৫৯৮ জন শিক্ষার্থী, ৩০,৭৩৬ খাতা,

কারিগরি শিক্ষা বোর্ড: ১২,০৭ জন শিক্ষার্থী, ১৫,৩৭৮ খাতা,

মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৭,৯১৬ জন শিক্ষার্থী, ১৪,৭৩৩ খাতা,

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সিদ্ধান্তে প্রতি ভরিতে ৩ হাজার ৪৫২... বিস্তারিত