ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
ঢাবি শিক্ষার্থীদের জন্য একাধিক ট্রাস্ট ফান্ডের অধীনে বৃত্তি প্রদান, পেলেন যারা
.jpeg)
সরকার ফারাবী
রিপোর্টার
.jpg)
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন এবং ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদের আওতাধীন বিভিন্ন বিভাগের মোট ১১ জন মেধাবী শিক্ষার্থীকে একাধিক ট্রাস্ট ফান্ডের অধীনে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি এবং লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে এই মঞ্জুরি দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর (শিক্ষা-৪) কর্তৃক ২০ অক্টোবর ও ১৯ অক্টোবর, ২০২৫ তারিখে পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১. অধ্যাপক ইমেরিটাস মোস্তাফিজ উদ্দিন আহমেদ-বেগম সুফিয়া আহমেদ বৃত্তি
রসায়ন বিভাগের পাঁচ শিক্ষাবর্ষের (২০২০-২০২১ থেকে ২০২৪-২০২৫) পাঁচজন শিক্ষার্থীকে এই ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তি মঞ্জুর করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১২,০০০/- (বার হাজার) টাকা করে স্কলারশিপ দেওয়া হয়েছে ।
শিক্ষার্থীর পরিচয়;
১.পরশ চন্দ্র দাস (১ম বর্ষ বি.এস.),২০২৪-২৫ ,জগন্নাথ হল।
২.মোঃ মেহেদী হাসান (১ম বর্ষ বি.এস.),২০২৩-২৪ ,অমর একুশে হল।
৩.মোছা: সুরাইয়া রহমান (২য় বর্ষ বি.এস.),২০২২-২৩ ,কবি সুফিয়া কামাল হল।
৪.আবরারুল ইসলাম সানি (৩য় বর্ষ বি.এস.),২০২১-২২ ,অমর একুশে হল।
৫.হাবিবা রহমান সঞ্চারী (৪র্থ বর্ষ বি.এস.),২০২০-২১ ,কবি সুফিয়া কামাল হল।
(এই বিজ্ঞপ্তিটি ২০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এর স্মারক নং: রেজিঃ/শিক্ষা-৪/২৫/২৯৯০৪-সি ।)
২. জাতীয় অধ্যাপক আতোয়ার হোসেন স্মারক ট্রাস্ট তহবিলের বৃত্তি,
২০২৩২০২৩ সনের বি.বি.এ. (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ফিন্যান্স এই চারটি বিষয়ে ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এম.বি.এ. শ্রেণিতে অধ্যয়নরত নিম্নোক্ত চারজন ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে । প্রত্যেক ছাত্রী মাসিক ৩০০/- (তিনশত) টাকা হারে এক (০১) বছরের জন্য এই বৃত্তি পাবেন।
শিক্ষার্থীর পরিচয়
১.সাদিয়া নওশীন জ্যোতি, ম্যানেজমেন্ট, ২০২৩-২০২৪, কবি সুফিয়া কামাল হল।
২.সাদিয়া শারমিন, একাউন্টিং, ২০২৩-২০২৪, শামসুন নাহার হল
৩.সালমা আক্তার, মার্কেটিং, ২০২৩-২০২৪, কবি সুফিয়া কামাল হল।
৪.মারজানা খাতুন, ফিন্যান্স, ২০২৩-২০২৪, শামসুন নাহার হল।
৩. ভাষা সৈনিক অধ্যাপক ড. এ.এস.এম. নুরুল হক ভুইয়া ট্রাস্ট বৃত্তি,
রসায়ন বিভাগের আরও দু'জন শিক্ষার্থীকে ভাষা সৈনিক অধ্যাপক ড. এ.এস.এম. নুরুল হক ভুইয়া ট্রাস্ট ফান্ডের অধীনে বৃত্তি মঞ্জুর করা হয়েছে। যারা ২০২১ ও ২০২২ সনের বি.এস. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ CGPA অর্জন করেছেন এবং সংশ্লিষ্ট সেশনে এম.এস. শ্রেণিতে অধ্যয়নরত, তাদের এই বৃত্তি দেওয়া হচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৫০০/- (পাঁচশত) টাকা হারে ০১ (এক) বছরের জন্য বৃত্তি পাবেন।
শিক্ষার্থীর পরিচয়;
১.Md. Al-Amin Hossen, M.S.,2021-2022, FH-1815
২.Most. Sumaiya Faruki, M.S., 2022-2023, SN-1663
(এই বিজ্ঞপ্তিটি ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় 45এবং এর স্মারক নং: রেজিঃ/শিক্ষা-৪/২৫/২৯৫১৪- সি।)
বিশেষ দ্রষ্টব্য: উপরোক্ত প্রতিটি বৃত্তিই মঞ্জুর করা হয়েছে এই শর্তে যে, পরবর্তী সময়ে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা যথাযথ সংশোধন সাপেক্ষে কার্যকর হবে। ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৪) কর্তৃক বিজ্ঞপ্তিগুলো জারি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস