ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
বিনিয়োগে নতুন অধ্যায় শুরু করল স্কয়ার ফার্মা

হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার

হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ৬৫০ কোটি টাকার বিশাল সম্প্রসারণ পরিকল্পনা ঘোষণা করেছে। একই সঙ্গে কোম্পানিটি তাদের করপোরেট ইতিহাসে সর্বোচ্চ ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ২০২৪–২৫ অর্থবছরের জন্য।
কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, এই ৬৫০ কোটি টাকা ব্যবহার করা হবে ব্যালান্সিং, আধুনিকায়ন, সংস্কার ও সম্প্রসারণ (বিএমআরই) কার্যক্রমে, পাশাপাশি নতুন জমি ক্রয় ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনে। এর মাধ্যমে স্কয়ার ফার্মা ক্যান্সার ও দীর্ঘমেয়াদি রোগের জন্য বিশেষায়িত ওষুধসহ নতুন প্রজন্মের জৈবিক ওষুধ উৎপাদনে সক্ষমতা বাড়াতে চায়।
কোভিড–১৯ মহামারির পর থেকে স্কয়ার ফার্মা ইতোমধ্যে প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ভূমি, যন্ত্রপাতি ও উৎপাদন আধুনিকায়নে। নতুন বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি তার বাজার নেতৃত্ব আরও শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “ফার্মাসিউটিক্যাল শিল্পে আমাদের অবস্থান আরও সুসংহত করতে আমরা ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছি। এই নতুন ৬৫০ কোটি টাকার বিনিয়োগ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করবে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের কারখানাগুলোকে আরও উন্নত করবে।”
দেশের ওষুধশিল্প বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বাড়তে থাকা জনসংখ্যা, স্বাস্থ্য সচেতনতা এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদি রোগের বিস্তারে ওষুধের চাহিদা অব্যাহতভাবে বাড়ছে। তবে খাতটি এখনও চীন ও ভারতের আমদানিনির্ভর কাঁচামাল (এপিআই)-এর ওপর নির্ভরশীল, যা বৈশ্বিক সরবরাহ ব্যাহত হলে স্থানীয় বাজারে প্রভাব ফেলতে পারে।
রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা
২০২৪–২৫ অর্থবছরের জন্য কোম্পানির বোর্ড প্রতি শেয়ারে ১২ টাকা অর্থাৎ ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে — যা স্কয়ার ফার্মার ইতিহাসে সর্বোচ্চ। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর, আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
স্কয়ার ফার্মা চলতি অর্থবছরে সমন্বিত নিট মুনাফা ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯৭ কোটি টাকায়। এতে প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়ায় ২৭ টাকা ৪ পয়সা, প্রতি শেয়ারে সম্পদমূল্য (এনএভি) ১৫৭ টাকা ৮৮ পয়সা, এবং পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১৯ টাকা ৫২ পয়সা।
এই আয় এসেছে স্কয়ার ফার্মার বিদেশি সহায়ক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া লিমিটেড, স্থানীয় সহায়ক প্রতিষ্ঠান স্কয়ার লাইফসাইন্স লিমিটেড এবং সহযোগী প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফ্যাশনস এবং স্কয়ার হসপিটাল থেকে।
বাজার অবস্থান
১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে স্কয়ার ফার্মা দেশের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বর্তমানে কোম্পানিটির শেয়ারের দাম ২১৩ টাকা, আর বাজারমূল্য ১৮ হাজার ৮৮১ কোটি টাকা।
২০২০ সাল থেকে কোম্পানির চার পরিচালক মোট ১ কোটি ৩৬ লাখ শেয়ার (মূল্য প্রায় ২৮০ কোটি টাকা) ক্রয় করেছেন। ফলে পরিচালকদের যৌথ শেয়ারহোল্ডিং বেড়ে দাঁড়িয়েছে ৪২.৯১ শতাংশে, যা ২০১৯ অর্থবছরে ছিল ৩৪.৪৩ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, শীর্ষ কর্মকর্তাদের এই ক্রমাগত শেয়ার ক্রয় স্কয়ার ফার্মার ভবিষ্যৎ প্রবৃদ্ধির ওপর তাদের আস্থার প্রতিফলন।
১৯৫৮ সালে প্রয়াত স্যামসন এইচ. চৌধুরী প্রতিষ্ঠিত স্কয়ার ফার্মা বর্তমানে প্রায় ১ হাজার ধরনের ওষুধ উৎপাদন করে, যার মধ্যে ‘সেকলো’ দেশের অন্যতম শীর্ষ বিক্রিত ব্র্যান্ড। ১৯৮৭ সালে স্কয়ার প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে ওষুধ বিদেশে রপ্তানি শুরু করে; বর্তমানে কোম্পানিটি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৪২টি দেশে ওষুধ রপ্তানি করছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড