ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
মেডিকেল ভর্তিতে জিপিএ সংকট: শর্ত শিথিলের দাবি শিক্ষার্থীদের
.jpg)
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ফলাফলে ব্যাপক বিপর্যয়ের কারণে মেডিকেলে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে লাখো শিক্ষার্থী। প্রত্যাশিত জিপিএ না পাওয়ায় অনেকে আশঙ্কা করছেন, বিদ্যমান ভর্তি নীতির জিপিএ-৯ শর্ত পূরণ করতে না পারলে তাদের মেডিকেলে পড়ার স্বপ্ন ভেঙে যেতে পারে। তাই তারা এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমিয়ে ৮ করার দাবি তুলেছেন।
শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)ও জিপিএ শর্ত শিথিলের প্রস্তাব দিয়েছে। তারা বলেছে, জিপিএ ৯-এর পরিবর্তে ৮ নির্ধারণ করা হলে অধিকসংখ্যক শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো শূন্য আসনের ঝুঁকি থেকে বাঁচবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, এমবিবিএস কোর্সে ভর্তি নীতিমালা ২০২৫ অনুযায়ী আবেদন করতে হলে প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ হতে হবে এবং দুটি পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৯। পাশাপাশি এইচএসসিতে জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ থাকতে হবে।
তবে ২০২৫ সালের এইচএসসি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার মাত্র ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ পয়েন্ট কম। এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৯ হাজার ৯৭ জন, যা গত বছরের তুলনায় ৭৬ হাজার ৮১৪ জন কম। ফলে অনেক শিক্ষার্থীই এখন মেডিকেল ভর্তি যোগ্যতা অর্জন করতে পারছেন না।
শিক্ষার্থীরা বলছেন, ফলাফল বিপর্যয়ের কারণে অনেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনের শর্ত পূরণ করতে পারবেন না। জিপিএ ৯ শর্ত বহাল থাকলে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না, ফলে সরকারি তো বটেই, প্রাইভেট মেডিকেল কলেজেও পড়ার সুযোগ হারাবেন। তাই তারা জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ বাতিল এবং লিখিত বা এমসিকিউ পরীক্ষায় ফলাফলের উপর বেশি গুরুত্ব দেওয়ার দাবি তুলেছেন।
এ প্রেক্ষাপটে বিপিএমসিএ গত ১৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত আবেদন জমা দিয়েছে। সংগঠনের সভাপতি ডা. শেখ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, গত শিক্ষাবর্ষে ১ লাখ ৪ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও সরকারি কলেজের ৫ হাজার ৩৮০ আসনে ভর্তি সম্পন্ন হলেও বেসরকারি মেডিকেলের ৬৭টি কলেজে ৪৬৭টি আসন শূন্য ছিল।
বিশ্লেষকদের মতে, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নেমে আসায় ভর্তি পরীক্ষায় জিপিএ ৯-এর শর্ত থাকলে আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা আরও কমবে। এতে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অন্তত এক হাজারেরও বেশি আসন শূন্য থাকতে পারে, যা দেশের চিকিৎসা শিক্ষায় বড় ধরনের সংকট ডেকে আনবে।
তাদের মতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদনে জিপিএ ৯-এর পরিবর্তে ৮ নির্ধারণ করা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে এবং অধিকসংখ্যক যোগ্য শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড