ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শেষ করতে শনিবারের ছুটি বাতিল

২০২৫ ডিসেম্বর ০৯ ২১:৪১:৪৭

প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শেষ করতে শনিবারের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শনিবারের সাপ্তাহিক ছুটি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা গ্রহণের সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৫ সম্পন্ন হয়নি, সেসব বিদ্যালয়ে ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা গ্রহণ করতে হবে। এই সময়ের মধ্যে শুক্রবার বাদে বাকি দিনগুলোতে (শনিবারসহ) পরীক্ষা নেওয়া যাবে। অর্থাৎ, পরীক্ষা শেষ করতে শনিবারও বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ ৩ দফা দাবিতে টানা ৬ দিনের কর্মবিরতির কারণে গত ১ ডিসেম্বর থেকে নির্ধারিত বার্ষিক পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। পরে গত রোববার (৭ ডিসেম্বর) থেকে পরীক্ষা শুরু হওয়ায় সময়সূচিতে পরিবর্তন আনা হয় এবং বাড়তি সময়ের প্রয়োজন পড়ে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত