ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক চলছে ইসির
.jpg)
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এতে তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অন্যান্য বাহিনীর প্রধান এবং নির্বাচন কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
ইসি সূত্রে জানা গেছে, সভায় আসন্ন নির্বাচনের নানা চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই অন্তত ১২টি বিষয়কে নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে- ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা নিশ্চিত করা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা প্রদান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও কৃত্রিম প্রযুক্তি ব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণ, পোস্টাল ভোট ব্যবস্থাপনা, সশস্ত্র বাহিনীর মোতায়েন পরিকল্পনা, অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, এবং দুর্গম এলাকায় ভোটসামগ্রী পরিবহনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনা।
এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শ অনুযায়ী নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি পার্বত্য ও দুর্গম এলাকায় হেলিকপ্টার সহায়তা ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়েও আলোচনা হচ্ছে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি চূড়ান্ত করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর