ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল: কোথায়, কখন-যেভাবে দেখবেন লাইভ

২০২৫ অক্টোবর ২০ ০০:২৫:২৪

আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল: কোথায়, কখন-যেভাবে দেখবেন লাইভ

সরকার ফারাবী: রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার নজর দিচ্ছে সপ্তম শিরোপার দিকে, আর তাদের প্রতিপক্ষ মরক্কো প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্নে উচ্ছ্বসিত। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৫–এর রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে চিলির এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ প্রাডানোস স্টেডিয়ামে।

ফুটবলপ্রেমীদের জন্য এই মহারণ সরাসরি উপভোগের সুযোগ থাকছে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। সোমবার ভোরে শুরু হবে টুর্নামেন্টের এই শ্বাসরুদ্ধকর শিরোপা নির্ধারণী লড়াই।

ম্যাচ দেখার উপায় এবং সূচি

ফাইনাল ম্যাচের সময়সূচি এবং লাইভ স্ট্রিমিং সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো:

দেশ, ম্যাচের তারিখ ও সময়, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম

ভারত, সোমবার, ভোর ৪:৩০ মিনিট (IST), ফিফা+ ওয়েবসাইট এবং অ্যাপ

বাংলাদেশ, সোমবার, ভোর ৫:০০ মিনিট, ফিফা+ ওয়েবসাইট এবং অ্যাপ

ভারতে কোনো টেলিভিশন চ্যানেলে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচারিত হবে না।

আর্জেন্টিনার অপ্রতিরোধ্য যাত্রা

ছয়বারের শিরোপাজয়ী আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে। গ্রুপ ডি-তে শতভাগ জয় নিয়ে তারা শীর্ষস্থান দখল করে নকআউট পর্বে পৌঁছায়। এরপর একে একে নাইজেরিয়া, মেক্সিকো ও কলম্বিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি।

পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল দারুণ প্রাণবন্ত ও কার্যকর। এখন পর্যন্ত তারা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৫ বার, অথচ হজম করেছে মাত্র ২ গোল।

বায়ার লেভারকুসেনের সঙ্গে চুক্তিবদ্ধ উদীয়মান তারকা আলেখো সারকো দলটির আক্রমণভাগের প্রধান ভরসা। তিনি একাই করেছেন ৪টি গোল, যা তাকে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা করে তুলেছে।

মরক্কোর ঐতিহাসিক অর্জন

মরক্কোও গ্রুপ সি-তে সাবেক বিজয়ী স্পেন ও ব্রাজিলের মতো দলের বিপক্ষে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। নকআউট রাউন্ডে তারা দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে ফাইনালে আসার বিরল কৃতিত্ব দেখিয়েছে।

এই টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার মরক্কো ফাইনালে খেলার সুযোগ পেল; ২০০৫ সালের টুর্নামেন্টে চতুর্থ স্থান অর্জন করাই ছিল তাদের সেরা পারফরম্যান্স। প্রিমেইরা লিগার ক্লাব ফামালিকাও-এর খেলোয়াড় ইয়াসির জাবিরি ৩ গোল নিয়ে মরক্কোর পক্ষে সর্বোচ্চ স্কোরার।

শিরোপা জয়ের লক্ষ্য

ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা এবার সপ্তম শিরোপা জয়ের মিশনে মাঠে নামছে। অন্যদিকে মরক্কোর লক্ষ্য ইতিহাস গড়া ২০০৯ সালে ঘানার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে শিরোপা জিতে মহাদেশীয় ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করতে চায় তারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত