ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ওআইসির উদ্যোগে গাজার শিক্ষায় নতুন অধ্যায়

২০২৫ অক্টোবর ১৯ ১৯:৪৮:৩৫

ওআইসির উদ্যোগে গাজার শিক্ষায় নতুন অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদ (ইউএনএ) - গাজার সাতটি প্রধান বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে গঠিত গাজা বিশ্ববিদ্যালয় সমিতি ও ওআইসির বৈজ্ঞানিক ও প্রযুক্তি সহযোগিতা স্থায়ী কমিটি (কমস্টেক) সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং একাডেমিক পুনর্গঠনে দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধি করা হবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমস্টেকের সাধারণ সমন্বয়ক প্রফেসর ড. মুহাম্মদ ইকবাল চৌধুরী এবং আল-আকসা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড. আইম্যান মুহাম্মদ ফারিদ সুভ। গাজা বিশ্ববিদ্যালয় সমিতির অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো আল-আকসা বিশ্ববিদ্যালয়, প্যালেস্টাইন বিশ্ববিদ্যালয়, আল-আজহার বিশ্ববিদ্যালয়, গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয়, গাজা বিশ্ববিদ্যালয়, আল-ইসরা বিশ্ববিদ্যালয় এবং আল-কুদস ওপেন বিশ্ববিদ্যালয়।

সমঝোতা স্মারকের মাধ্যমে যৌথ শিক্ষা ও গবেষণা প্রোগ্রাম বাস্তবায়ন, আন্তর্জাতিক কনফারেন্স ও প্রশিক্ষণ আয়োজন, এবং অধ্যাপক, গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের বিনিময় সফর সহজ করা হবে। এছাড়া গাজার বিশ্ববিদ্যালয়গুলোকে কমস্টেক এক্সিলেন্স কনসোর্টিয়ামে (CCoE) অন্তর্ভুক্ত করা হবে এবং ওআইসি প্রযুক্তি ও উদ্ভাবন পোর্টালে নিবন্ধিত করা হবে, যা ইসলামী বিশ্বের একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতার সুযোগ বৃদ্ধি করবে।

কমস্টেক গাজার বিশ্ববিদ্যালয়গুলোর ফ্যাকাল্টি উন্নয়ন, স্বল্প ও দীর্ঘমেয়াদি একাডেমিক সফর আয়োজন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবারসিকিউরিটি, চিকিৎসা, স্বাস্থ্যবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তিসহ উন্নত ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করবে।

ড. চৌধুরী বলেন, “এই সমঝোতা স্মারক গাজার বিশ্ববিদ্যালয়গুলোকে ওআইসি সদস্য দেশগুলোর ৮০টির বেশি শীর্ষ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমস্টেক গাজার বিশ্ববিদ্যালয়গুলোর পুনর্গঠন ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখবে।”

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে ইসলামাবাদে কমস্টেক সদর দপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্যালেস্টাইন বিশ্ববিদ্যালয় সমিতির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সভায় কমস্টেকের বিভিন্ন উদ্যোগ ও প্রোগ্রামের বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়।

প্রতিনিধিদলটি, যা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র সদস্যদের সমন্বয়ে গঠিত, প্রথমবারের মতো পাকিস্তানে এক সপ্তাহের সরকারি সফরে আসে। তারা ইসলামাবাদ, ফয়সালাবাদ ও লাহোরের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের নেতাদের সঙ্গে বৈঠক করে একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতা প্রসার এবং গাজার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা পুনর্গঠনের জন্য অংশীদারিত্ব স্থাপনের সম্ভাবনা মূল্যায়ন করেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত