ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
শেষ হচ্ছে কি আ-গু-নের বি’ভীষিকা?

নিজস্ব প্রতিবেদক :হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন এখনও পুরোপুরি নিভেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা যাবে বলে আশা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
রবিবার বিকেল ৩টা ২৮ মিনিটে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলে সংযুক্ত সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, “ঘটনাস্থলে আমাদের ২৩টি ইউনিট এখনও কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে, তবে সম্পূর্ণ নির্বাপণ এখনো বাকি।”
তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিভে গেলে পরবর্তী ধাপে তদন্ত শুরু হবে। কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে কাজ করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং কার্গো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথমে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় নিয়ে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে দ্রুত যুক্ত হয় নৌবাহিনী, বিমানবাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল অ্যাভিয়েশন), বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।
অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজের বেশ কিছু গুদাম ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণে গুরুত্বপূর্ণ কিছু চালানও ক্ষতিগ্রস্ত হতে পারে।
শনিবার রাত ৯টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রচণ্ড তাপ এবং পুঞ্জীভূত দাহ্য বস্তু থাকার কারণে আগুন পুরোপুরি নিভাতে সময় লেগে যাচ্ছে। রাত পেরিয়ে রবিবার সকালেও সেখানে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে, যা দমকলকর্মীদের কাজকে কঠিন করে তুলেছে। তারপরও তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আগুন সম্পূর্ণভাবে নেভাতে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও কার্গো ভিলেজে স্বাভাবিক কার্যক্রম শুরু হতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার